![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
পৃথিবীতে সবচেয়ে কে আপন?
উত্তরঃ মা আর বাবা।
তারপর সিরিয়ালী ভাই-বোন, আত্মীয়-স্বজন।
বাবা মানুষটা কি তা শুধু তারাই বুঝে যারা আমার মত হারিয়েছেন একেবারে।
আজ দেড় বছর হলো, বাবা পরলোকগমন করেছেন। তিনি আমার জন্য কি ছিলেন, তা প্রতি মুহূর্তেই বুঝতেছি।
গত ৩ টা ঈদ আব্বাকে ছাড়াই করেছি। কিন্তু বরাবরের মতই কোন ঈদেই আমাদের ঘরে কোন উদযাপন, উল্লাস ছিলোনা।
আসছে কুরবানির ঈদও সাদামাটা যাবে নিশ্চিত।
বাবা নামক অদৃশ্য ছায়াতলের অভাবটা আমরা ৪ভাই-বোন খুব টের পাচ্ছি।
বিশেষ করে আমি। আমাকে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিলো। চাকরি করব, নিজে ঘর করে মা আর বাবাকে নিয়ে থাকবো। ভাই বোনদের খেয়াল রাখবো।এই স্বপ্ন আব্বার ছিলো।
আব্বার কথা মনে পড়লেই কেঁদে ফেলি। কি করব?
আব্বা শুক্রবারে ইহলোক ত্যাগ করেছিলেন। তাই শুক্রবারটা বিষাদের মনে হয়। কিছুতেই মন টিকেনা।
আব্বা আমাদের কাছে যে কতটা প্রিয় ছিলেন তা বুঝি যখন দেখি আমার বোন-ভাইয়েরাও কান্নায় ভেঙে পড়ে।
হে আল্লাহ, তুমি আমার বাবাকে জান্নাতবাসী হিসেবে কবুল করো এবং কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব দিয়োনা। আমাদের সব ভাই বোনকে তাহার নেক সন্তান হিসেবে কবুল করো।
২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পিতৃহীন হলেই কেবল বোঝা যায়, পিতার মর্ম।
(কিন্তু কুলাঙ্গার পুত্ররা তা কখনোই বুঝবে না।)
৩| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৭
অদৃশ্য প্রতিভা বলেছেন: জ্বী ভাই, ঠিকই বলেছেন
৪| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১২
এম আর তালুকদার বলেছেন: বাবা কতদিন দেখিনা তোমায় কেউ বলেনা খোকা বুকে আয়। বাবা নেই গত ৮তারিখ পাঁচ বছর হল।দোয়া করবেন সবাই...
৫| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৮
অদৃশ্য প্রতিভা বলেছেন: আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করুক।
@তালুকদার ভাই
৬| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪২
ওমেরা বলেছেন: আমরাও চার ভাইবোন আমাদের আব্বু আছে কিন্ত আমাদের আম্মু নেই। আব্বু- আম্ম্ হারানোর কষ্ট তীব্র সেটা বুঝি । আল্লাহ আপনার আব্বাকে জান্নাত নসীব করুন । আমীন ।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৩
সুমন কর বলেছেন: বাবা হলো আমাদের বটবৃক্ষ। এ বটবৃক্ষ যেদিন থাকবে না, সেদিনের কথা ভাবতেই ভয় লাগে।
আপনার বাবা'র আত্মার শান্তি কামনা করছি।