![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
আজ ৯সেপ্টেম্বর! হাঁটি হাঁটি পা করে ৭ম বর্ষে পদার্পণ করলো আমার সম্পর্কটি।
২০১১ সালের এই আজকেই এই তারিখে যে সম্পর্কটা শুরু হয়েছিল তা আজ প্রায় বিলীনের পথে!
তবুও মনে রাখি এই দিনটাকে কারণ আমার ভালো-মন্দের শুরুটাই হয়েছিল এই সম্পর্ক দিয়ে!
অনেক সুখস্মৃতি রয়েছে এই সম্পর্কটিকে ঘিরে! পাশাপাশি রয়েছে অনেক তিক্ত অভিজ্ঞতাও!
সম্পর্কটি প্রায়ই শেষ! তবুও উইশ করেছি ওকে!
ভালো থাকুক কদম্ব! ভালো থাকুক নলিনী!
যে জায়গাটা দখল করে রেখেছে তা কাউকে দিতে পারব কিনা জানিনা!
৯ই সেপ্টেম্বর, ২০১১! স্মৃতিতে থাকবে অমলিন।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
অদৃশ্য প্রতিভা বলেছেন: @আবীদা আপু, কি করবো বলেন?
বিশ্বাসহীন সম্পর্ক টিকেনা জানি! কিন্তু তবুও তাহাকে ভালবাসি!
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিংশ শতাব্দীর ডিজিটাল যুগে এই
আবেগের কোনই মূল্য নাই।
শুকনা ডালে বসতে গিয়ে পাখি যদি
ডাল ভেঙে ফেলে, তা হলে কি সে
আবার নতুন ডালের সন্ধান করবেনা?
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩২
অদৃশ্য প্রতিভা বলেছেন: @নুরু ভাই, আপনি ঠিক বলছেন।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন রইল। হ্যাপী ব্লগিং সুপ্রিয় ব্লগার ।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
সুমন কর বলেছেন: অভিনন্দন !!
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
আবিদা সিদ্দিকী বলেছেন: ভাই, এরপর কাউকে পেলে তাকে তার আকীকা দেওয়া নামে ডাকবেন। অতিরিক্ত আবেগ সর্ম্পককে ঢিলা করে দেয়। দুঃখ পাবেন না, আপনাকে হার্ট করা আমার উদ্দেশ্য নয়। দেশ ফোর জি'র হাত ধরতে যাচ্ছে আর আপনি যদি ছেড়ে দেওয়া হাতের জন্য ব্যাকুল হন, চলবে? দৌড়ান ভাই। লম্বা একটা দৌড়ের পর ১০ মিনিটের শাওয়ার...জীবন বড়ই আনন্দময়! ভালো থাকবেন।