![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
সংবর্ধনার দিনে বিমানবন্দরে আগত যুবলীগের এক নেত্রীকে সাংবাদিক প্রশ্ন করলেন, আপনি এখানে কেন এসেছেন?
ঐ যুবতীলীগ নেত্রীর উত্তরঃ আমরা মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্থ্যাৎ "Mother of Humanity" কে সংবর্ধনা দিতে এসেছি। উনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তাই সংবর্ধনা দিতে এসেছি।
এই কথা শোনার পর, সাংবাদিক বেচারা থ মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল।
প্রধানমন্ত্রী নোবেল পেল অথচ আমরা জানিনা।
চাটুকারিতা কত প্রকার তা বর্তমান আওয়ামী কর্মীরা (বেশির ভাগই হাইব্রিড) বুঝাচ্ছেন।
তেল যে মণে মণে মারা যায় তাও বুঝাচ্ছেন।
এক ভয়াবহ গোলক ধাঁধাঁয় আছি আমরা! নির্বাচন হবে কিনা পুরোই সন্দেহ মধ্যে।
আওয়ামীলীগ ভিশন-২০৪১ দ্বারা অনেক কিছুই বুঝিয়েছে যে আমাদের মত সাধারণ লোকদের বোধগম্য নয়।
নির্বাচন হবে কিন্তু ভোটারবিহীন।
রাস্তার কুকুরও ভোট দিতে পারবে, দিতে পারবেনা কেবল জনগণ।
ওহ! আমিতো ভুলেই গেছি কেননা আওয়ামীলীগ ই হলো দেশ আর তার নেতা-কর্মীরা হলো জনগণ!
মোদ্দাকথা, সুষ্ঠু একটা নির্বাচন চাই।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি সেদিন থেকে যেদিন একুশে আগষ্ট গ্রেনেড হামলা হয়েছিল। ক্রিকেটের প্রতি উনার টানটা আমার ভালো লাগে। উনাকে যে উপাধি দেয়া হয়েছে তার উনি অবশ্যই প্রাপ্য।
কিন্তু এমন কিছু বলা বা মন্তব্য করা উচিৎ নয় যা তোষামোদ কিংবা খয়েরখাঁগিরি ছাড়া আর অন্য কিছুই প্রমাণ করেনা।
২| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০০
বাস্তব বাদী বলেছেন: তেল মারতে মারতে মাঝে মধ্যে পানি মেরে দেয় ভুলে
৩| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজতন্ত্রে এমনই হয় স্যার...
৪| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৪
বারিধারা বলেছেন: নোবেল নাই তাই রোহিঙ্গাও নাই!
রোহিঙ্গা ইস্যুতে সুর নরম হয়ে আসছে সরকারের। বিগত দিনগুলোতে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা অতিমানবিকতার স্লোগান দিলেও ধীরে ধীরে এখান থেকে সরে আসার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এবং দেশের বাইরে গিয়েও একাধিকবার বলেছেন, ১৬ কোটি মানুষকে খাবার দিতে পারলে ৫-৭ লাখ মানুষকেও খাবার দিতে পারবো। আমরা প্রয়োজনে একবেলা কম খেয়ে সেই খাবার রোহিঙ্গাদেরকে দেবো। কিন্তু, সেই অবস্থান থেকে এখন তারা সরে আসছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল সোমবার চট্টগ্রামে বলেছেন, রোহিঙ্গাদেরকে দিন দিন টেনে নেয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়।
৫| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩১
অদৃশ্য প্রতিভা বলেছেন: নোবেলও নাই তাই রোহিঙাদের খাওয়ানোর ক্ষমতাও নাই! খুব ভালো যুক্তি তুলে ধরেছেন, দাদা @বারিধারা
৬| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৩
অদৃশ্য প্রতিভা বলেছেন: ভাই বাংলাদেশ তো এখন পরিবারতন্ত্রের ডেরায় আবদ্ধ!
২ পরিবার ছাড়া এদেশে কি আর কোন পরিবার আছে?
৭| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০১
মানিজার বলেছেন: সুষ্টু নির্বাচন কি মামার বাড়ির আবদার ?
৮| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩২
অদৃশ্য প্রতিভা বলেছেন: হাহাহা! দাদা, @মানিজার দেশের বাড়ির আবদার!
৯| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৩৬
সোহানী বলেছেন: ওহ! আমিতো ভুলেই গেছি কেননা আওয়ামীলীগ ই হলো দেশ আর তার নেতা-কর্মীরা হলো জনগণ!
১০| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৪
এম আর তালুকদার বলেছেন: নির্বাচন হবে কিন্তু ভোটারবিহীন।
রাস্তার কুকুরও ভোট দিতে পারবে, দিতে পারবেনা কেবল জনগণ।
এটাই বর্তমান বিধান।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মানুষের স্বাভাবিক বুদ্ধি মনে হয় হারিয়ে যাচ্ছে।