নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

আমি আন্ডা পাইছি তয়......

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮

আজ বিশ্ব ডিম থুক্কু #আন্ডা দিবস!
আজকে নাকি ১২ টাকা হালিতে প্রতি জনরে ৯০ খানা আন্ডা দেওয়ার কথা!
৩০/৩৬ টাকা হালির পরিবর্তে মাত্র ১২ টাকায় দিবো, তাতে তো কেল্লাফতে হইবো!

তাই ফযরের আযানের পর থেকেই খামারবাড়িতে সবার আগমন!
২/৩ কিলোমিটার পর্যন্ত লাইন হইছে দিন গড়াইতে গড়াইতে!
সংসদ এলাকা থেকে ফার্মগেট!
আর কোত্থেকে না গেছে লোক!
গুলশান, বনানী, উত্তরা, শ্যামলী, কল্যাণপুর, মহাখালী, মিরপুর, মালিবাগ, রামপুরা,শাহবাগ থেকে!
মোটকথা পুরা ঢাকার লোকই আসছে আন্ডা নিতে!
কেউ বালতি, কেউ খাঁচা আবার কেউ কার্টন নিয়া আসছে!
কি নিবো?
আন্ডা/ডিম!

আয়োজক হালারা, হারামজাদা!
মাত্র ৫০০০০ ডিম নিয়া আসছে বেঁচার জন্য! অথচ মানুষ গেছে ই ১০/১৫ হাজার!
মানে প্রতিজন গড়ে ২/৩ টা ডিম পাইবো!

আজ যা কান্ড গেলো এই ডিম নিয়া তা ইউটিউব এ দেইখা কেবল হাসছি!
ডিমের জন্য এত্ত হট্টগোল!!!

ভাল লাগছে, মিছিলের শ্লোগান টা!

"ডিম চাই, ডিম চাই!"

বেশির ভাগ লোকই ডিম কিনতে পারেনাই!
একজন লোক বললো, ভাই আমি পাইছি তয় চুরিও বলতে পারেন!

ভাঙা ডিমের দৃশ্যটা দারুণ ছিলো!
কত্তগুলো জীবন নষ্ট করলো এই উত্তেজিত জনতা!!! এই ডিমগুলোও জতে পারত এক একটা মুরগি!

ব্যাপারটা হাসির হলেও মানুষগুলোর কষ্ট দেখতে ভালো লাগেনি!
কি দরকার ছিলো এত্ত ঢামাঢোল পিটানোর!
পত্রিকা, টিভি চ্যানেলে বিজ্ঞাপন এমনকি মানুষকে ক্ষুদে বার্তার মাধ্যমেও প্ররোচিত করা হয়েছে!
ঢাকঢোল পিটিয়ে মানুষগুলোকে খাওয়ানো হলো পুলিশের লাঠির আঘাত!

মেনে নেওয়া যায়?
না।

যারা এই আয়োজনের সাথে জড়িত সকলের ই দায়বদ্ধতা আছে এখানে!
ওদের বিচারের আওতায় আনা উচিৎ!


আন্ডা না দিয়ে ডান্ডার বাড়ি খাওয়ানো কি সমীচীন কাজ?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩০

শিখণ্ডী বলেছেন: এসব ডিমে বাচ্চা হয় না। কিন্তু মানুষগুলা কেন যে বাচ্চামি করতে গিয়েছিল বুঝি না! বাঙ্গালি মাগনা পেলে আলকাতরাও খায়, কম দাম পেয়ে যে এমন ঘটনা ঘটবে সে আর নতুন কী :-/

২| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪০

অদৃশ্য প্রতিভা বলেছেন: কি আর বলবো,সারাটা দিন ই হেসেছি @শিখণ্ডী

৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৩

আশরাফুল তামজীদ বলেছেন: আমাদের দেশের জন্য এটা নতুন শিক্ষা। বাংলাদেশে পরবর্তীতে কেও কম দামে পণ্য দিয়ার আগে দশ বার ভাববে আর পিছনে পুলিশ রাখবে।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫

অদৃশ্য প্রতিভা বলেছেন: ঠিক বলেছেন @তামজীদ ভাই

৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৮

আখেনাটেন বলেছেন: আণ্ডা নিয়ে আণ্ডাবাজী। :P

৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫

অদৃশ্য প্রতিভা বলেছেন: হাহাহহা! দাদা, আন্ডা আর আস্ত যায় নাই বাড়িতে! ছেঁচি গেছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.