![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
প্রধান বিচারপতি ১ মাসের ছুটি চেয়েছেন!!!
কেন?
কারণ, উনার ক্যান্সার হয়েছে!
উত্তরটা দিলো কে?
এদেশের আইনমন্ত্রী!
ওমা! রাষ্ট্রপতি আবেদন গ্রহণ ও করে ফেললেন!
প্রধান বিচারপতি কিন্তু প্রায় ১মাস অবকাশ শেষে মাত্র দেশে ফিরেছেন! এসেই আবার উনার ছুটি লাগবে!
নাটক! মহড়া সম্পন্ন নাটক!
সরকার যে দাবার চাল কিভাবে দিচ্ছে জনগণ তা বুঝতে পারলেও কিচ্ছু করার নাই!
যে লোক নিজে বলে যে আমার কোন রোগ হয় নাই! আমি সুস্থ আছি তার কিভাবে ক্যান্সার হয়!!!
ব্যাপারটা এমন যে, আপনার গায়ে ব্যাথা নাই কিন্তু আমি মহা ওঝা হয়ে বলে দিলাম যে আপনার গায়ে প্রচণ্ড ব্যাথা!
মহা এটর্নি জেনারেলও দেখি একই সুরে ডাক্তারগিরি করলেন!
অবাক হলাম তখন যখন দেখলাম যে, যেইনা সিনহা সাহেব দেশত্যাগ করলেন সেই উনার নামে ১১টা মামলা হয়ে গেলো!
কি আজিব! তাইনা?
ছোট্ট মস্তিষ্কে এতটুকু বুঝেছি যে, ক্ষমতা দখল করা কিংবা ধরে রাখার সাধ সরকারকে জেঁকে বসেছে!
গাছকে বলি,
"অতি বাড় বেড়োনা ঝরে পড়ে যাবে "
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৮
ময়না বঙ্গাল বলেছেন: দারুন লাগলো বিশ্লেষণটি