![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
কলেজ লাইফে অনেক দুষ্টুমি করেছি!
টপার ছিলাম বিধায় মেয়েদের মোবাইল নাম্বার এমনিতেই পেয়ে যেতাম!
কিন্তু ২০১১ সালে এমন একজন জীবনে আসলো যে সকল অতীত আর বর্তমা কে মুছে দিয়ে আমার দৈনন্দিন রুটিনটাই পালটে দিলো!
ও হ্যা! স্কুল লাইফেই ও আমার জীবনে এসেছিলো! প্রেম প্রস্তাব পাঠিয়েছিলাম বন্ধুর মাধ্যমে কিন্তু রিজেক্টেড হয়েছিলো সেই প্রস্তাব! ২০০৮-২০০৯ এই দুই বছরে ৩ বার প্রস্তাব দিয়েছিলাম কিন্তু বারবার ই প্রত্যাখ্যাত হয়েছিলাম!
সব ভুলে কলেজে গিয়ে আমার শামিয়ানাগিরি শুরু করেছিলাম! কিন্তু ও যে আমার জীবনে আসবে তা আমি কখনোই কল্পনা করিনি!
দীর্ঘ ৬ বছর জড়িয়েছিলো আমার জীবনের সাথে! থাকবেও! এভাবে চলে যাবে ভাবিনি!
আমার ব্যর্থতাই বেশি! ওরতো বয়স হয়েছে!
আমার চাকরি ই নেই! অনার্স শেষ হওয়ার পথে! তারপর চাকরি! অনেক দূরের পথ!
আমার প্রত্যেকটা ব্যক্তিগত জিনিসে ওকে জড়িয়ে রেখেছি!
অনেক কথাই বলা হয়নি!!! কিছুটা ইঙ্গিত দিলাম বৈকি!
জীবনের চড়াই উতড়াইয়ে যে সাথী ছিলো সে আজ থেকেও ঐ দূর আকাশের তারার মত! কেবলি দেখতে পারি ছুঁতে পারিনা!
২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬
সুমন কর বলেছেন: শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২
শামচুল হক বলেছেন: সুন্দর লেখনী।