![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
কয়েকদিন আগে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক বিজয়ী হয়!
ভালো কথা কিন্তু এরশাদ সাহেবের ফাল দেইখা মনে হলো উনি বিশ্ব জয় করে ফেলেছেন!
কথায় কথায় যে বোল পালটায় তার আবার এত ফাল কিসের!
মানুষ তাকে "পল্লীবন্ধু" হিসেবে চিনতো কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে কোলের বাচ্চাটিও তার নাম শুনলে হাসে আর বলে সে তো "পল্টিবন্ধু" বা "পল্টিবাজ"!
গত ৮/৯ বছর তার দল সংসদে গৃহপালিত বিরোধী দলের ভমিকা পালন করেছে!
বউয়ের আচলের চিপায় থেকে তিনি সত্যিই আজ জরাগ্রস্ত!
ঐতো দুইদিন আগে কইলো, শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচনে যাবে তার দল!
আচ্ছা, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে গনতন্ত্রের যেই অবস্থা দাঁড়িয়েছে তাহাতে কি মনে কোন ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে?
বয়রা লোকটিও বলবে, তা অসম্ভব!
বিনা ভোটে পাশ করা এমপিদের সম্পদের অবস্থা দেখলে আপনার মাথা ঘুরাবে!
লাখপতি থেকে ওহারা এখন হাজার কোটিপতি!!! বাজেটের সবটাই তাহাদের পকেটে!
আমার বিষয় ঐটা না!
এরশাদ সাহেব যেভাবে ভেল্কি দেখাচ্ছেন তাতে দেশের লোকেরা আজ হতাশ!
উনার মত বিজ্ঞ একজন লোক যখন এমন ছেলেমানুষি করে, জাতির কি অবস্থা হয়!
আমি জানিনা এদেশের ভবিষ্যৎ কি!
কিন্তু এরশাদ সাহেব এর মত লোকদের কারণে যে পুরো একটা জাতি ভুগতে হয়, তা বলাই বাহুল্য!
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩০
আমি চির-দুরন্ত বলেছেন: এরশাদ আওয়ামীলীগ এর লীটমাস পেপার.।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: এরশাদ সাহেব একজন কবি।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪
কলাবাগান১ বলেছেন: @জুন
বিনপির সাথে গেলে তখন কি পল্টিবাজ বলতেন!!!!
আপনাদের গা জ্বলছে কেননা উনি বলেছেন যে হাসিনার অধীনে ই নির্বাচনে উনি যাবেন।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৮৭ বছর বয়সেও এ র শা দে র ক্ষমতায় যাওয়ার শখ। আল্লাহ, মাফ করুন।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৩
অদৃশ্য প্রতিভা বলেছেন: এরশাদ সাহেব পুরাই পল্টিবাজ!!!
উনার ব্রেইনের স্ক্রু যে ঢিলে হয়ে গেছে, উনি তা ধরতে পারছেন না!
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিনি নিজেই বলেছেন, তিনি যদি পল্টি মারেন তাহলে জনগণ থুথু দিবে তেনাকে। তো তিনি পল্টি মেরেছেনে তাই আমরা তেনাকে থুথু দেই...
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯
সাইন বোর্ড বলেছেন: এরশাদ গৃহপালিত বিরোধী দলের চাহিদা পূরণ করে যাচ্ছে এখনো...
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮
জুন বলেছেন: পল্টি বন্ধু