![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
বেশ কয়েকদিনের আগের একটা ঘটনা,
একটি ছেলে বলছে, ভাই আমি রাজনীতি করিনা। এই পথ দিয়া যাচ্ছিলাম আর আপনারা আমারে ধরেছেন!
তারপর এক পুলিশের পায়ে ধরে বলতে লাগলো, "ভাই আমার পরীক্ষা চলছে। আমারে ছাইড়া দেন। ভাই আমি মিছিল করতে আসি নাই।"
ঘটনাটা খালেদা জিয়ার কোন এক বিষয়ে রায়ের দিন ছিলো। যথারীতি তার দলের নেতা কর্মীরা মিছিল বের করেছিলো।
আমি অবাক হয়ে যাই এদেশের পুলিশের বর্তমান কার্যকলাপ দেখে। এদেশের যাবতীয় সকল পাওয়ার ওদের হাতে।
ছাত্র, শিক্ষক, ভিআইপি, মা-মেয়ে কেউই রক্ষা পাচ্ছেনা এদের লাঠিপেটার হাত থেকে!
দুর্নীতি বিষয়ে এই পুলিশ সবার আগে। বাংলাদেশ নামক দেশটিকে বিশ্বের বুকে পরিচিত করেছে অনেক আগেই!
ফলস্বরূপ, ৪/৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন
২| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২
রাজীব নুর বলেছেন: কথা সত্য বলেছেন।
পুলিশ টাকার জন্য যা করে-- উফ !!!!!!
৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫
আটলান্টিক বলেছেন: পুলিশরা মনে করে তাদের প্রথম এবং দ্বিতীয় দায়িত্ব ঘুষ খাওয়া নেওয়া এবং ঘুষ খাওয়া।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮
অদৃশ্য প্রতিভা বলেছেন: জাতিগত ভাবেই এখন আমরা একটি গোষ্ঠীর জিম্মায় পড়ে গেছি !
পুলিশ ধরাকে সরা জ্ঞান করে ইচ্ছেমত টাকা কামাচ্ছে! কি করার আছে আমাদের?
এদেশের সরকার ই এখন নাকে খত দিয়ে ওদের সব অপকর্ম স্বীকার করে নিচ্ছে!!!
৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনির্বাচিত স্বৈরাচারিতার টিকে থাকার প্রধান অস্ত্র পুলিশ!
পুলিশ বুঝৈ গেছে তাদেরকে সরকারের কিসসু বলার ক্ষমতা নেই! তাদের কাধে ভর করেই টিকে আছে, তাই তারাও সুযোগের পূর্ন ব্যবহার করছে! ভুগছে জনতা!
৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩
অদৃশ্য প্রতিভা বলেছেন: ভাই, আওয়ামীলীগ ই এখন এদেশের জনতা!
বাকীরা হয় রাজাকার/দেশদ্রোহী/মুক্তিযুদ্ধ চেতনাবিরোধী আর না হয় পাকিস্তানী!!!
৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪
বিজন রয় বলেছেন: পুলিশকে তো ব্যবহার করা হয়। তারা ঘৃণ্য রাজনীিতর স্বীকার।
৮| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১২
অদৃশ্য প্রতিভা বলেছেন: এই পাঠার বলী হতে হতেই আজ পুলিশ মানেই এক অজানা আতংক!
মানুষ ওদের দেখলেই ভয় পায়!
৯| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১
আবু তালেব শেখ বলেছেন: পুলিশ মানে সরকার আর সরকার মানেই পুলিশ
১০| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫
সাইন বোর্ড বলেছেন: জামাই অাদরে অাছে পুলিশ এবং থাকবে, যতদিন...
১১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশ দুই পরিবার মুক্ত না হওয়া পর্যন্ত পুলিশেরও উন্নতি হবে না...
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪
অদৃশ্য প্রতিভা বলেছেন: আমরা আর কি করমু?
খালি চাইয়া থাইকা মুড়ি চিবামু
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৬
কামরুননাহার কলি বলেছেন: এর থেকে ভয়ংকর কর্মকান্ড দেখেছি পুলিশের নিজের চোখে ভাইয়া। দেখুন তো কি করার আছে আমাদের,
আমাদের দিনগুনা ছাড়া আর কোন কাজ নাই।