![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
***টাকা না থাকলে রাস্তার ভিখেরীটাও আপনাকে বিরক্ত করবেনা। আর যদি টাকা থাকে তাহলে সবজায়গাতেই একটা বিশেষ আতিথ্য পাবেন
***ইগোইস্টিক মেয়ের সাথে প্রেম করা মানে জীবনের ১৪ আনা সুখ বিসর্জন দেয়া। এই মেয়েরা না পারে কোন প্রেমের সম্পর্ককে টিকিয়ে রাখতে, না পারে কোন সংসার ধরে রাখতে।
***তেলবাজির উপরে কিছুই নেই। "আপনি আমার বটগাছ" এই তেল টা যে কতটুকু ফলপ্রসূ তা নিজ চক্ষেই অবলোকন করেছি।
***চাকরি জীবনে রিপোর্টিং বস ভালো না হলে আপনার কপাল পুড়বে। না হবে প্রমোশন, না কোন ভাল অংকের মানি এডজাস্টমেন্ট।
***বই পরলেই জানবেন, এমনকি চটি বইও। শোনা কথা সময়ের সাথেই বিস্মৃত হয়ে যায়।
***ভালবাসা কেবল ভালবাসাতেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। নচেৎ জীবন পানসে হয়ে তেতো হয়ে যাবে। আনুষঙ্গিক অনেক কিছুই ভালবাসার সাথে যোগ করতে হয়।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৩
অদৃশ্য প্রতিভা বলেছেন: বিয়ের পর ভালবাসার সংজ্ঞাটাই পালটে যায়!!! প্রথম কয়েকদিন হাইপারসনিক গতিতে চললেও পরবর্তীতে তা "প্রোডাক্ট লাইফ সাইকেল" তত্ত্ব মেনে চলে।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৩
রাফা বলেছেন: ইগোইষ্টিক মানেই হইতেছে কম্প্রোমাইজ না করে চলা।আর সংসার করার অর্থ মানিয়ে নেওয়া ,মানিয়ে চলা।সো সংঘাত অনিবার্য।
হোক সেটা ছেলে কিংবা মেয়ে।
ধন্যবাদ,অ.প্রতিভা।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৬
রাজীব নুর বলেছেন: মানুষ যখন তার অভিজ্ঞতা থেকে কিছু বলে তা বেশ শক্তিশালী কথা হয়।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪০
অদৃশ্য প্রতিভা বলেছেন: রাফা ভাই, এই সমস্যাগুলো দিনকে দিন প্রকট হচ্ছে। পত্রিকা থেকে শুরু করে যেখানেই একটু নজর রাখবেন, দেখবেন যে কতটা সমস্যায় জর্জরিত আমাদের সমাজ।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪০
অদৃশ্য প্রতিভা বলেছেন: যথার্থ সত্য বলেছেন, রাজীব ভাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
***ভালবাসা কেবল ভালবাসাতেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। নচেৎ জীবন পানসে হয়ে তেতো হয়ে যাবে। আনুষঙ্গিক অনেক কিছুই ভালবাসার সাথে যোগ করতে হয়।
একদম সঠিক।
ভালোবাসার উল্টো পিঠ হলো বিয়ে।
বিয়ে করলেই ভালোবাসা পালিয়ে যাবে।