![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
সাম্প্রতিক কালে ধর্ষণ বিষয়টি প্রকট আকার ধারণ করেছে।
আমাদের নৈতিকতার অবক্ষয় যে কি পরিমাণ হয়েছে তা দেখাই যাচ্ছে।
মস্তিষ্ক প্রায়ই বিকৃত হয়ে গেছে।
জন্তুদের ন্যায় আচরণ এখন আমাদের।
কোলের বাচ্চাটা আজ নিরাপদ নয় আমাদের কাছে।
প্রতিদিনই হেডলাইন হচ্ছে শিশু ধর্ষণ এর মত জঘন্য ঘটনা।
কবে যে এই অমানিশা কাটবে?
কয়েকদিন আগে খিলগাঁও এ ঘটে যাওয়া একটি ঘটনা।
"বাবার হাতে নিজের ১০ বছরের মেয়ে ধর্ষিত"।
শুরুর দিকে আমিও মনে মনে অনেক গালি দিয়েছিলাম পুরুষ লোকটিকে।
পরে মেয়েটির মায়ের সংবাদমাধ্যমে কথা বলতে দেখলাম। উচ্চ শিক্ষিত মহিলা, কথায় কথায় ইংরেজি।
কাঁদতেও দেখলাম আর বিচার চাইতেও।
সাংবাদিক ভাইদের হৃদয় গলে একাকার হয়ে পড়েছিল।
তাহারা ধর্ষক বাবার তথ্য বের করতে যারপরনাই ব্যস্ত হয়ে পড়লো।
কিন্তু ঐ ধর্ষক বাবার লাইভে এসে কথা বলার ভিডিও দেখলাম আজ সকালে।
লোকটি কিছু সত্য কথা বলেছে, মনে হয়।
মহিলাটি পরপুরুষ মত্ত। ডিভোর্স হয়েছে অনেক আগেই।
প্রাক্তন স্বামী তথা ভিকটিম মেয়েটির বাবাকে ফাঁসানোর জন্য মহিলাটির অভিনয় আমার ভাল লেগেছে।
মহিলা কিংবা কোন মেয়ে যদি সামান্য কাঁদোকাঁদো হয়ে কিছু বলে (তাহা হউক সত্য কিংবা মিথ্যা) আমরা কোমল হৃদয়ের পুরুষগণ অতি সহজেই কাবু হয়ে যাই।
পুরুষ হয়ে আরেক পুরুষের মানহানি করতে বদ্ধপরিকর হয়ে যাই আমরা।
নারীর প্রতি এত দুর্বল কেন আমরা?
প্রাকৃতিক, তাই।
কিন্তু বর্তমান সমাজে নারী পুরুষের নৈতিকতার যে অবক্ষয় হয়েছে তাতে যে কাউকে কয়েক মিনিটেই বিশ্বাস করা উচিত নয়।
ঘটনাটা বিচ্ছিন্ন হলেও সারসংক্ষেপ একই।
কাউকে ফাঁসানো।
এই ই যা।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে পুরুষদের সবচেয়ে বড় শক্তি মেয়েদের চুপ থাকা। আর এই বিষয়টিকে কেন্দ্র করে পুরুষরা মেয়েদের উপর সব রকম নির্যাতন চালিয়ে যায়।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
নাহিদ০৯ বলেছেন: একটা জিনিস আমাদের কাছে সহজে পরিস্কার হয় না কেন সেটা বুঝি না। মিডিয়া কোন দাতব্য প্রতিষ্ঠান না। এরা নিউজ বিক্রি করে পেটের দায়ে। যেটুকু খাতায় কলমে নীতি নৈতিকতার লেশ ছিলো তাও এখন মারা খেয়ে গেছে।
অবশ্যই তারা এমন নিউজ ই করবে যেটা বিক্রি হবে বেশি। ফাঁসানো টাসানো নিউজ লিখলে আপনি ই বা কেন দেখবেন। তার চেয়ে চলতি বা কাটতি কোন নিউজ লিখলে সেটার রিভিউ, সম্পাদকীয়, ফলো আপ মিলিয়ে ৬-৭ দিন তো আরামসে গরম কন্টেন্ট প্রডিউস করা যাবে।