![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
আপনি জানেন কি?
আমার ভার্সিটির গত সমাবর্তনে ডিপার্টমেন্ট এর সর্বোচ্চ সিজিপিএ নিয়েও "গোল্ড মেডেল" পাইনি।
পেয়েছিলো এক সিনিয়র আপু।
আমার না পাওয়ার কারণ ছিলো, একটা সাব্জেক্ট রিটেইক নিয়েছিলাম। ফলাফলঃ একটা অর্জনের খুব কাছে গিয়েও হারতে হয়েছে।
সেদিন টা কেমন গিয়েছিলো আমি জানি।
হতাশা ভর করেছিলো কিছুকাল!! কিন্তু কাটিয়ে উঠেছিলাম।
মানসিক ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ।
বিশ্বাস করি, ভালো কিছুই হবে আগামীতে।
সে বিশ্বাস নিয়েই এগুচ্ছি।
উপরের কথাগুলো এজন্য ই বললাম যাতে আমরা অল্পতেই হতাশ না হয়ে যাই।
জীবনের এমন অনেক চাওয়া আছে যা আপনি পাবেন পাবেন করে আর পাওয়া হবেনা।
তাই বলে হতাশ হওয়া যাবেনা।
বিধাতা আমাদের অনেক সময় ই পরীক্ষায় ফেলেন। কিছু ভালো উপহার ভবিষ্যতের জন্য তুলে রাখেন।
জীবনের চাওয়ায় অপূর্ণতা থাকতে পারে কিন্তু বিধাতা সেই চাওয়ার চাইতেও অধিক কিছুও কিন্তু দিয়ে দেন।
২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১০:১৯
সোহানী বলেছেন: চমৎকার বলেছেন.............
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৫
বিভ্রান্ত পাঠক বলেছেন: চমৎকার লেখনী।
পবিত্র কোরআনে আছে, "তোমরা হতাশ হয়োনা, দুঃখ পেয়োনা, তুমি ডাকলে তিনি শুনবেন।।"
৪| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: শুধু বিশ্বাস রাখুন সাফল্য আসবে। আসবেই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৯:২১
নেওয়াজ আলি বলেছেন: শুভ কামনা