![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
---১৫ ই এপ্রিল---বাবার ৪র্থ মৃত্যুবার্ষিকী---
"বিহঙ্গ ডাকা ভোরে
ফযরের ওয়াক্তে;
বছর চারেক আগে
স্মৃত জুমাবারে
হয়েছিলো আমার বাবার প্রয়াণ!"
বাবার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ।
মনে হয় সেদিন ই বুঝি কথা হয়েছিলো!!
"বাবার জন্য দুয়া করিস" এই শেষ কথাটি আমৃত্যু আমাকে পোড়াবে!!!
ভালবাসি বাবা তোমায়।
অর্ধ পৃথিবী নেই আমার তুমি চলে যাওয়ায়!!
মহান আল্লাহ আপনাকে জান্নাত নসীব করবেন, ইনশাল্লাহ।
"ঐতো সেদিন কথা বলেছিলাম
মনে হয় কয়েক লয়,
যদি দেখা কিবা নাম ধরে
ডাকার প্রশ্নবাণ;
মহাকাল তা নিশ্চয়ই
কেমনে এ হৃদয় সয়?"
২| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৩
নেওয়াজ আলি বলেছেন: Ameen
৩| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২০
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার বাবার রুহের মাগফেরাত কামনা করছি, যেখানেই থাকুন না কেন, মহান সৃষ্টিকর্তা তাকে শান্তিতে রাখুন এটাই প্রার্থনা করছি। ভালো থাকবেন।
৪| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:০৩
বিজন রয় বলেছেন: আপনার বাবার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।
আপনাকেও শুভকামনা।