![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজ থেকে অন্যায়, অপরাধ আর দুর্নীতি নামক সাঁপেদের বিশ দাঁত ভেঙ্গে ফেলতে চাই। ধুয়ে ফেলতে চাই যুদ্ধাপরাধী নামক কলুসগুলোকে
বিএনপিকে সৃষ্টিই করা হয়েছে দেশকে ধ্বংস করার জন্য, বিএনপি আন্তর্জাতিক চক্রান্তের ফসল। স্বাধীনতার পর সবচেয়ে বেশী সময় ক্ষমতায় থেকেছে কিন্তু মানুষের কোন মুক্তি মেলেনি। তারা দেশকে ধ্বংস করার এই কাজে যুদ্ধাপরাধী জামাতকে সঙ্গে নিয়েছে। কাজেই তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নাই।
২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: গেদু চাচা সহমত।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০২
গেদু চাচা বলেছেন: এদেশে বাকশালীদের রাজনীতি করার কোন অধিকার নাই যারা এদেশ কে ভারতের অঙ্গরাজ্য বানায়। যারা ভারতের টাকায় নির্বাচন করে। যারা এদেশ টাকে গুরু দক্ষিনা বানাতে চায়। যারা ভারতের স্বার্থে এদেশ ধংস করে বিদ্যুত কেন্দ্র বানায়। যারা সরকারী ব্যাংক বীমা লুটে পুটে খায়। যারা এদেশের ক্ষুদ্র শেয়ার ব্যাবসায়ীদের নিস্ব করে ভারতের দাদাদের ইশারায়। যারা এদেশের শ্রমবাজার দাদাদের হাতে তুলে দেয়। যারা এদেশের পোশাক শিল্প ধংস করতে চায়।
যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে নব্য বাকাহসল কায়েম করেছে । যারা এদেশের বিচার বিভাগ ধংস করেছে, যারা পুলিশ প্রশাষন ধংস করেছে তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নাই।