নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সূর্যালোকে আসুক নতুন জীবন

আমি একজন সাধারন মানুষ। সাধ আছে সাধ্য নেই। পৃথিবীর সবচেয়ে অসফল ব্যক্তি।

নাজমুল বিলাস

সমাজ থেকে অন্যায়, অপরাধ আর দুর্নীতি নামক সাঁপেদের বিশ দাঁত ভেঙ্গে ফেলতে চাই। ধুয়ে ফেলতে চাই যুদ্ধাপরাধী নামক কলুসগুলোকে

নাজমুল বিলাস › বিস্তারিত পোস্টঃ

দেশের ক্ষতি কারা করছে?

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:০১

বিরোধী দল ক্ষমতার লোভে এক বিভৎষ্য অন্যায় খেলায় মেতে উঠেছে। কি নির্মম হাড় কাঁপানো হরতাল যা পূর্বে কখন্ও হয় নি। সংগে রয়েছে যুদ্ধাপরাধী জামাত। আমরা এ যাবৎ দেখতে কিছু বুদ্ধিজীবি, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তি এই কাজে তাদের নগ্ন সমর্থন দিচ্ছে। কেউ কেউ পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে। নিরপেক্ষ নির্বাচনের রোল তুলে হেন তেন ভাবে বিরোধী জোটকে ক্ষমতায় আনার ইচ্ছা যাতে দেশটা আবার পিছিয়ে পড়ে। যে উন্নয়নের ধারা শুরু হয়েছিল তা বন্ধ হয়ে যায়। এ দেশের মানুষের মুক্তি যেন না মেলে। দেশ যেন অবনতির অতল গভীরে চলে যায়। ধীক এসব লোকের জ্ঞানকে। তারা খুব ভালভাবেই জানে বিএনপিকে সৃষ্টিই করা হয়েছিল দেশকে অবনত করে পিছিয়ে রাখার জন্যে যেন আন্তর্জাতিক মহলে এ দেশ কখনই মাথা তুলে দাঁড়াতে না পারে। বিএনপি সেই আন্তর্জাতিক চক্রান্তের ফসল। জামাতকে তারা রাজনীতি করার সুযোগ করে দিয়েছে তাদের সুবিধার জন্য। কাজেই বিএনপি দেশের শত্রু, মানবতার শত্রু। অতএব তাদের যারা ইন্ধন দিচ্ছে তারা্ও দেশের শত্রুর কাজ করছে। যারা দেশের মঙ্গল চান তাদের এই মুহুর্তে উচিত নয় দেশের কল্যাণে যে শক্তি আছে তাদের দোষ খুঁজে বেড়ানো। Three Dimentional একজন উপস্থাপক যা করছেন। এ অবস্থায় দেশের কল্যাণকামী সকল মানুষের উচিৎ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সমর্থন করা। যারাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদের এক হ্ওয়া। সাধারন মানুষের কাছে পৌঁছানো তাদের বোঝানো যাতে দেশটা এগিয়ে যায়। মানুষের মুক্তি মেলে। বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:১৭

টুরিস্ট আশরাফুল বলেছেন: দেশের ক্ষতি দুই দলই করছে !! একজন রাজনীতি করে ধর্ম লইয়া,আরেকজন করে বাঙ্গালীর আবেগ মুক্তিযুদ্ধ লইয়া !!
কেউ কারো থেইকা কম যায় না !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.