![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজ থেকে অন্যায়, অপরাধ আর দুর্নীতি নামক সাঁপেদের বিশ দাঁত ভেঙ্গে ফেলতে চাই। ধুয়ে ফেলতে চাই যুদ্ধাপরাধী নামক কলুসগুলোকে
কি নির্মম হরতাল করছে বিরোধী জোট। হরতাল এ দেশের মানুষ আগেও করেছে বা দেখেছে। কিন্তু এ কি নির্মমতা, এ কি পশুসুলভ আচরণ। মানবতা কোথায় আমাদের? আগুনে পুরছে দেখে হৈ হৈ এ কি নিষ্ঠুরতা? দু:খের বিষয় মাত্র ক'দিন আগে হজ্ব ফিরতি মানুষের হরতালকারীরা হামলা করল। আজ আবার হামলা! বুদ্ধি-বৃত্তি কি লোপ পেয়েছে? যারা দেশের প্রতিনিধি হয়ে হজ্ব পালন করেছেন, দেশের জন্য শান্তি বয়ে এনেছেন আর দেশে ফিরে তাদের হামলার শিকার হতে হল। যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এসব কি আন্দোলন? বিচার মহান রাব্বুল আলামীনের হাতে। দেশের শান্তিকামী মানুষের আজ সময় হয়েছে এক হ্ওয়ার। দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য সবার উচিত এই অন্যায় কারীদের বিরুদ্ধে সোচ্চার হ্ওয়া। এই বিরোধী জোট ইতিমধ্যে দেশ, জাতি ্ও মানবতার শত্রু তা আগেই প্রমান হয়েছে। এখন প্রমান হচ্ছে তারা যে ইসলামকে পুজি করে ক্ষমতার মসনদে বসতে চায়, সেই ইসলাম ধর্মের ্ও শত্রু।
২| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:০০
ভোরের সূর্য বলেছেন: ভাই আপনার বয়স কত? গত বিএনপি সরকারের সময় আওয়ামীলীগ ২০২দিন হরতাল করেছে সে সময় শেরাটন হোটেলের সামনে হরতালের সময় বাস পোড়ানো হয় এবং ১৮জন মানুষ মারা যায়। হয় আপনি তখন ছোট ছিলেন বা ভুলে গেছেন। বাংলাদেশের মানুষ এর আগেও এরকম হরতাল দেখেছে। আমরা খুব তাড়াতাড়ি সব ভুলে যাই। দুদল কেউ কম না এসব বিষয়ে। আপনি সঠিক পরিসংখ্যান চান?দেখুন এখানে
৩| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১০
পথহারা সৈকত বলেছেন: ভোরের সূর্য বলেছেন: ভাই আপনার বয়স কত? গত বিএনপি সরকারের সময় আওয়ামীলীগ ২০২দিন হরতাল করেছে সে সময় শেরাটন হোটেলের সামনে হরতালের সময় বাস পোড়ানো হয় এবং ১৮জন মানুষ মারা যায়। হয় আপনি তখন ছোট ছিলেন বা ভুলে গেছেন।
@নাজমুল বিলাস,
না আপনারা ভুলে যাননি বরং ভুলে যাওয়ার ভান করছেন...........
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১২
আবিরে রাঙ্গানো বলেছেন: হে হে, চোর আরেক চোরকে চোর বলে গালি দেয়। এটাই হয়েছে আমাদের দেশের নষ্ট রাজনীতি। নিজেরা কি সাধু সন্যাসী তা মানুষ দেখেছে।