![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজ থেকে অন্যায়, অপরাধ আর দুর্নীতি নামক সাঁপেদের বিশ দাঁত ভেঙ্গে ফেলতে চাই। ধুয়ে ফেলতে চাই যুদ্ধাপরাধী নামক কলুসগুলোকে
বিএনপি সম্পূর্ণভাবে জঙ্গিদল হিসাবে আবির্ভুত হয়েছে। তাদের আসল জঙ্গিবাদী চেহারা এবার জনগনের সামনে উন্মুক্ত হয়ে গেছে। এই দলকে আর সমর্থন করা যায় না। যা এই দল করে চলেছে তা চলছে বর্তমানে পাকিস্তানে, ইরাকে। আর এই সবই হবে আরও চরমভাবে শুরু হবে যদি এই দল আবার ক্ষমতায় আসে। কাজেই তাদের আর সমর্থন করা চলে না। বর্তমানে যারাই নিরপেক্ষতার ওসিলা দিয়ে তাদের পক্ষ নিয়ে কথা বলছে, ক্ষমতায় আনতে চাচ্ছে, তারা আর কিছু না দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে, জঙ্গিবাদের পক্ষে কথা বলছে। কাজেই এসব নিরপেক্ষতা নয়, দেশদ্রোহীতা। দেশের স্বাধীনতার পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ, অর্থনৈতিক মুক্তির পক্ষের মানুষ এক কথায় শন্তিকামী সকল মানুষ কারও উচিত নয় এমন মুক্তিযুদ্ধের চেতনা বিরুদ্ধ, জঙ্গি তৎপরতায় লিপ্ত, ইসলাম বিরুদ্ধ, শিক্ষাব্যসস্থা বিরুদ্ধ ও বিবেকবর্জিত দলের পক্ষে কথা বলা। যদি তা করা হয় তবে দেশকে অনিশ্চিত ক্ষতির দিকে ঠেলে দেওয়া হবে যা হাজার বছরেও পূরণ করা সম্ভব হবে না। আসুন বিজয়ের মাসে আমরা ঐক্যবদ্ধ হই, বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হই। দেশকে যেন আমরা স্বাধীনতা বিরুদ্ধ শক্তির হাতে, জঙ্গিবাদের হাতে তুলে না দেই। যারা দীর্ঘসময় ক্ষমতায় থেকেও মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে পারে নাই, নিজ ভুলে আবার তাদের চক্রান্তে পড়ে না যাই-এই হোক আমাদের প্রত্যেকের প্রতিজ্ঞা।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৫
আউটকাস্ট বলেছেন: জি, আমি ও আপনার সাথে একমত। 'নিউট্রাল ইলেকশন দিতে বলুন। ইলেকশনের দিন আপনি হাসতে হাসতে বাল কে ভোট দিবেন।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৪
মদন বলেছেন: আওযামীলীগ নিয়েছে বিশ্ব-বেহায়া স্বৈরাচারের ভূমিকা, বিএনপি নিয়েছে জঙ্গীর ভূমিকা।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৪
নাম বলবো না বলেছেন: আউটকাস্ট বলেছেন: জি, আমি ও আপনার সাথে একমত। 'নিউট্রাল ইলেকশন দিতে বলুন। ইলেকশনের দিন আপনি হাসতে হাসতে বাল কে ভোট দিবেন।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৪
পাউডার বলেছেন:
বিএনপি কি করছে যে তারে জঙ্গিবাদী বলা যাবে, এবং সেইটা আওয়ামিলীগ কখনোই করে নাই?
নিরপেক্ষ উত্তর আশা কর্ছি।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ পাউডার বলেছেন:
বিএনপি কি করছে যে তারে জঙ্গিবাদী বলা যাবে, এবং সেইটা আওয়ামিলীগ কখনোই করে নাই?
নিরপেক্ষ উত্তর আশা কর্ছি।
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
গেন্না বয় বলেছেন: হ সব দোষ কি আওয়ামী লীগের ???
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
HHH বলেছেন: বিএনপি যদি জঙ্গী হয় তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ এইমুহুর্তে সেই জংগী দলের সমর্থক। সকল জরিপ তার প্রমান।
তাড়াতাড়ি ইন্ডিয়ান এম্বাসিতে ভিসার এপ্লাই করেন। সময় খুব বেশি নাই
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৪
নাজমুল বিলাস বলেছেন: এরশাদও এবার মানুষ পোড়ানোর দলে যোগ দিল