নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে লিখার মত অত বড় দার্শনিক হয়নি। সহজ, মুক্তচিন্তা, স্বাধীনচেতা, পরোপকারী, ন্যায় ও সুন্দরের পূজারী

নির্জন শাহরিয়ার

✔ কারও উপকার করতে না পারি, কিন্তু ক্ষতি করার চিন্তা আমার নেই..... ✔ সহজ সরল ছেলে। তবে যখন ভদ্রতার মুখে চপেটাঘাত করা হয় তখন আর ভদ্রতা দেখায় না। :D

নির্জন শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন, ধ্বংসের পথে আমাদের সমাজ!

০৬ ই জুন, ২০১৩ রাত ৮:৩৩

ইন্ডিয়ান চ্যানেলের সিরিয়ালগুলো কি শেখাচ্ছে আমাদের মা বোনদের? আপনারা কি একটু খৈয়াল কইরা দেখছেন? আমি সেদিন একটু কইরা দেখলেম যে আমার মা-বোনরা কি দেখে! দেখে অবাক হলাম। আবার নিজেকে সান্তনাও দিলাম ধর্ষণের দেশে এর চেয়ে ভালো কি বা শেখাতে পারে।

ইন্ডিয়ান সিরিয়াল গুলোতে নিঃসন্দেহে চুরি, পরকীয়া, পারিবারিক অশান্তি শেখানো হচ্ছে। তাই আজই আপনার মা-বোনকে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসান থেকে বাচাঁন। না হয়ে পরে আপনাকে পস্তাতে হবে।

বাংলাদেশের কয়টি চ্যানেল ভারতে দেখা যায়! (একটিও না)। যে দেশে আমার দেশের চ্যানেল নিষিদ্ধ সে দেশের চ্যানেল কেন আমার স্বাধীন বাংলাই চলবে।

ভারতীয় সকল টিভি চ্যানেল আমাদের দেশে বন্ধের জোর দাবি জানাই। সবাই সোচ্ছার হউন।



ভারতীয় দালাল নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.