নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে লিখার মত অত বড় দার্শনিক হয়নি। সহজ, মুক্তচিন্তা, স্বাধীনচেতা, পরোপকারী, ন্যায় ও সুন্দরের পূজারী

নির্জন শাহরিয়ার

✔ কারও উপকার করতে না পারি, কিন্তু ক্ষতি করার চিন্তা আমার নেই..... ✔ সহজ সরল ছেলে। তবে যখন ভদ্রতার মুখে চপেটাঘাত করা হয় তখন আর ভদ্রতা দেখায় না। :D

নির্জন শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

গোল্লায় যাক সুন্দর বন, তবু খুশি থাকুক দাদা বাবুদের মন!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

বিশ্বের সবচেয়ে বড়ো ম্যাংগ্রোভ বন এই সুন্দরবন। এই বন পুরো বিশ্বের সামনে আমাদের আলাদা একটি অবস্থান দিয়েছে। এই বন আমাদের সম্পদ, আমাদের অহংকার। পরিবেশবিদদের প্রবল আপত্তি থাকার সত্বেও রাম পাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে যাচ্ছে বাআল সরকার।



এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে ৮০০০ পরিবার উচ্ছেদ হয়ে যাবে এবং প্রায় ৭৫০০ পরিবার হয়ে যাবে কর্মহীন! আসলে এই সরকার কার? জনগনের সরকার না ভারতীয় দাদা বাবুদের সরকার? এত গুলো পরিবারের কি কোনই মূল্য নেই? ফেলানীকে ভারতীয় বি.এস.এফ হত্যা করেনি! তাকে হত্যা করেছে বাংলাদেশ সরকার।



সাংবিধানিক ভাবে ২৫ তারিখ তাদের মেয়াদ শেষ, আর ২২ তারিখ এই আত্বঘাতিক সিদ্ধান্ত কেন নিল আমলীগ? যাওয়ার শেষ মুহূর্তেও দাদা বাবুদের খুশি করার কমতি রাখছে না বাল সরকার! আর দাদা বাবুদের সামান্য সুবিধার কারণে সারা বাংলাদেশ ধ্বংস করে দিতেও সে রাজি!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

সোহানী বলেছেন: চাই না এমস বিদ্যুৎ সুন্দরবনের বিনিময়ে.... আমাদের এ প্রতিবাদ কি সরকারের কানে পৈাছাবে?????

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

নির্জন শাহরিয়ার বলেছেন: লেখক বলেছেন: বিদ্যুৎ উৎপাদন যত বাড়ছে লোডশের্ডিং ও তত বাড়ছে। আরও উৎপাদন বাড়লে বিদ্যুৎ একদিন রূপকথার গল্প হয়ে যাবে। :P

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

আম্মানসুরা বলেছেন: আমাদের জ্বালানি উৎপাদনের বহু বিকল্প আছে কিন্তু সুন্দরবনের বিকল্প নেই

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

নির্জন শাহরিয়ার বলেছেন: ৯০% মানুষ এটির বিরুদ্ধে। তবু কেন সরকার গাড়ত্যাড়ামি করছে? কিসের স্বার্থে?

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

আমাবর্ষার চাঁদ বলেছেন: পাছায় চুলকানি বারছে তো..... তাই কাম থুইয়া আকামে ব্যস্ত..... X( X( X(
জনগনের প্যাদানি খাইলে ঠিক বুঝবো....

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

নির্জন শাহরিয়ার বলেছেন: :P

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: ভাই আসুন একদিন আমরা মানব বন্ধন করি। শুধু ব্লগিং কইরা লাভ নাই।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

নির্জন শাহরিয়ার বলেছেন: সবাই কথাই বলবে। ডাকলে কেউ আসবে না পুলিশের লাঠির বাড়ির ভয়ে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.