![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
✔ কারও উপকার করতে না পারি, কিন্তু ক্ষতি করার চিন্তা আমার নেই..... ✔ সহজ সরল ছেলে। তবে যখন ভদ্রতার মুখে চপেটাঘাত করা হয় তখন আর ভদ্রতা দেখায় না। :D
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রধান মুন্ত্রী শেখ হাচিনা পাকিস্তানি মালকে থুক্কু মালালাকে কপালে চুমু খেয়েছেন! যুদ্ধপরাধী আর রাজাকার কৈতে কৈতে গলা ফাটাইয়া ফেলাইতেছে আর অন্যদিকে পাকিস্তানিদের বুকে জড়াইয়া নিলেন! এইডা কি কিছু হৈল?
আর এইটা যদি খালেদা করত? খালেদা একটু কৈরা জামায়াতের পক্ষে কৈলেই তার এক হাত নেই সবাই। এখন তো হাসিনারেও রাজাকার কৈয়া ফাঁসি দেওয়া উচিত।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮
নির্জন শাহরিয়ার বলেছেন: আপনার কমেন্টে ব্যাপুক বিনোদন পাইলাম।
হাসিান করলে হালাল, খালেদা করলে হারাম কেন? কেন এই বৈষ্যমতা?
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
অগ্নি সারথি বলেছেন: একজন টুনকু ছাগু ব্লগার।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬
নির্জন শাহরিয়ার বলেছেন: রং হেডেড রা কত জনে কত কথা বলে সব কথা কি আর আমলে নেওয়া যায়!
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭
রুপম হাছান বলেছেন: বড়ই মজা পাইলাম লেখার সাথে মন্তব্য উভয়টাই জটিল। খুব ভালো লাগলো। “সবখানে সবাই আছে’’ অবশ্যই দাদা সেখানেই হাজী সাহেব ও থাকবেন ইনশাল্লাহ্।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫
নির্জন শাহরিয়ার বলেছেন: আমি কারও পক্ষে পোষ্ট টা দেই নি। কেন এই নীতি তাই জানতে চাইলাম!
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: কেনু হনু হাম্বাদের পুটু জ্বলা লেখা লেখেন!!!
তিনারা করলে লীলাতো বটেই...
ক্রিকেটের বিজয়কে কিন্তু তিনিই বলেছিলেন ৭১এর মধুর প্রতিশোধ!!
তাহলে এইটা কি হইল???
তিনিকি একাত্তরের পাক সেনাবাহিনী তিনারে যেই নিরাপত্তা দিয়া ৯ মাস রাখছিল -তার মধূর প্রতিদান দিলেন
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
নির্জন শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ। একজন বিবেকবান মানুষ পাইলাম। আসলে আমি কোন দলের পক্ষের কথা বলিনি। আমি বৈষ্যমের কথা বলেছি।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১
বাংলার আকাশ বলেছেন: ভাই কি পুষ্ট দিলেন...ভাবতেছিলাম বজ্জাতরা এখনই মাইন্ড কইরা কমেন্ট দিবো, তাই হইলো।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩
নির্জন শাহরিয়ার বলেছেন: ছোট্ট বাবুরা একটু বজ্জাতি তো করপেই। পি
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০
এমএইচ রাসেল্৯৩ বলেছেন: মজা পাইলাম.... খুব মজা...
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪
নির্জন শাহরিয়ার বলেছেন: বুবু আমাগো ব্যাপুক বিনোদন দেই।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
এমএইচ রাসেল্৯৩ বলেছেন: বুবুর কাজই তো বিনোদন দেয়া.... গত ৫ বছর আমরা ব্যাপক বিনোদন পাইলাম...
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪
নির্জন শাহরিয়ার বলেছেন: আর কিছু দিনে আরো বহুত পাইবেন। ৫ বছরের জন্য এগ্রিম দিয়ে যাইব।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
নিবিড় এখন বলেছেন: আমি আজকে এই কথা টা অফিসে বলতেছিলাম...তা আপনি বলে দিছেন।
আপনাকে ধন্যবাদ। সঠিক কথা বলার জন্য।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২১
নির্জন শাহরিয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য। আশা করি সাথেই থাকবেন।
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
দুরন্ত-পথিক বলেছেন: হাহাহা, মজা হয়তো পরে আরও দেখতে পাব ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২২
নির্জন শাহরিয়ার বলেছেন: আগামী ৫ বছরের জন্য তিনি আমাদের অ্গ্রিম বিনোদন দিয়ে যাবেন এই কয়দিনে।
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৮
ভিটামিন সি বলেছেন: ছোট ছোট হাম্বা আইছে, বড় হাম্বারা এখনো এখানে পা রাখে নাই।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১১
নির্জন শাহরিয়ার বলেছেন: মানে ঠিক বুঝলাম না!
১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭
nurul amin বলেছেন: আম্লিক সরকার মানেই বিনুদুন। তয় হালারা নাকি ফেল মারব ?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
নির্জন শাহরিয়ার বলেছেন: ঝয় বাংলা
১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬
চাঁন মিঞা সরদার বলেছেন:
ছোট বাচ্চাকে স্নেহ করাতে দোষের কিছু নেই। একটা বাচ্চা প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে গেলে উনি কি বাচ্চাটিকে চড় মারবে? ধিক্কার জানাই এটা নিয়ে পলিটিক্স করার জন্য।
@ লেখক আমি নিজেও আওয়ামী চেতনা ব্যাবসায়ীদের ভন্ডামীর নিন্দা জানাই। নিন্দা জানাই ক্রিকেট কে যুদ্ধের সাথে তুলনা করার জন্য। নিন্দা জানাই সংখ্যালঘুদের জুজুর ভয় দেখিয়ে ভোট নেবার জন্য। নিন্দা জানাই হায়েনা লীগ ও দলের সহিংস কর্মকান্ডের জন্য।
আর হ্যা বি.এন.পির বর্তমান ভারত বিরোধীতার পলিটিক্স দেখছি তবে বি.এনপির কোনো নেতা ভবিষ্যতে মন্ত্রী হয়ে ভারতীয় বি.এস.এফের ডিনার পার্টিতে উপস্থিত হলে তার জন্যেও আগাম নিন্দা জানিয়ে রাখলাম।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬
নির্জন শাহরিয়ার বলেছেন: তিনি তো সব সময় রাজাকরের গন্ধ পায়, সেই গন্ধে এত কাছে গেলেন! আর ঠিক এই কাজটা যদি খালেদা জিয়া করত? তখন হনু হাম্বাদের জ্বালায় কৈ যাইতাম?
১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫
nurul amin বলেছেন: অরুন্ধতী রায়ের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি : হাসিনাকে ভোট দিয়ে সজীবকে মাগনা পেয়েছি। কথায় বলে গাছের খাবো তলেরও কুড়াবো। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির নাতির হাতে মার্কিন পাসপোর্ট এবং ওথ নিয়েছেন মার্কিন সংবিধানকে সমুন্নত রাখার। তার সহধর্মিণী বিদেশী, ভার্জিনিয়াতে বহু বছরের সংসার এবং বিত্তবৈভবের মালিক। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির পরিবারে বিদেশীদের ভিড় উদ্বেগজনক। দুঃখজনক হলেও সত্য, তাদের মুখ থেকেই ১৬ কোটি মানুষকে দেশপ্রেমের কাস নিতে হচ্ছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩
নির্জন শাহরিয়ার বলেছেন: ঝয় বাংলা, দেশপ্রেম সামলা!
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
সবখানে সবাই আছে বলেছেন: পেমেন্ট হালাল। ২০০ রূপি মগবাজারে এসে নিয়ে যাবেন।