নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে লিখার মত অত বড় দার্শনিক হয়নি। সহজ, মুক্তচিন্তা, স্বাধীনচেতা, পরোপকারী, ন্যায় ও সুন্দরের পূজারী

নির্জন শাহরিয়ার

✔ কারও উপকার করতে না পারি, কিন্তু ক্ষতি করার চিন্তা আমার নেই..... ✔ সহজ সরল ছেলে। তবে যখন ভদ্রতার মুখে চপেটাঘাত করা হয় তখন আর ভদ্রতা দেখায় না। :D

নির্জন শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

ফেবু রস...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

-এই যে আপু আপনাকে বলছি।

~জ্বি বলেন ভাইয়া :D



-আপনি আমার ফলোয়ার হইছেন দেখলাম । কেন ?

~ভালো লাগে হইছি, কেন কোন সমস্যা? :)



-সমস্যা তো বটেই বিগ সমস্যা।

~কেন ভাই সমস্যা কিসের ? /:)



-সমস্যা হইল আপনি আমার ফলোয়ার হইছেন সেইটা।

~আজব ফলোয়ার হইছি এতে সমস্যা কিসে সমস্যা হইলে আপনি ফলো অপশন বন্ধ করে রাখেন। :-*



-এইটা আমি বুঝব, তবে আপনি ফলোয়ার হয়ে কাজটা ভালো করেন নাই।

~আরে ভাই আপনি ফলোয়ার অপশন রাখছেন ভাবলাম আপনি ভালো লেখেন তাই ফলো দেই কিন্তু আপনি দেখি আজব লোক যান আনফলো দিচ্ছি। X(



-আপনি আনফলো দেবেন না ফলো দেবেন সেইটা আপনার ব্যাপার কিন্তু

ফলো করে ভালো করেন নাই। :P

~ফলোয়ার অপশন ওপেন পাইছি তাই ফলো দিছি এতে খারাপটা কি করলাম। :-/



-ভালোটাই বা কি করলেন?

আমি কি খালি ফলোয়ার অপশন ওপেন রাখছি?

ক্যান ফ্রেন্ড অপশন চোখে পড়ে নাই? B:-)

সুন্দরী মেয়েরা ফলোয়ার

হইলে খুব খারাপ লাগে।;->

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

ডিজিটাল ভাই বলেছেন: :-B :> =p~

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

নির্জন শাহরিয়ার বলেছেন: :P

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

খাটাস বলেছেন: :D =p~ =p~ :D :D :D মজা পেলুম হাজী ভায়া। !:#P !:#P

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

নির্জন শাহরিয়ার বলেছেন: ভাই নামটা পরিবর্তন করার কোন উপায় আছে কি?

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

খাটাস বলেছেন: আমি সঠিক জানি না। আপনি মেইল করে দেখতে পারেন মডারেসন বরাবর।
ব্লগের ওপরের দিকে দেখুন একটা প্রশ্ন বোধক চিহ্ন আছে, সেখানে ক্লিক করলে অনেক গুলো অপশনের সাথে একটা অপশন আসবে, আপনার সমস্যা জানান। সেখানে ক্লিক করুন। বাকিটা আপনি নিজেই বুঝতে পারবেন।
হ্যাপি ব্লগিং।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৫

নির্জন শাহরিয়ার বলেছেন: Thanx Brother.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.