![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
✔ কারও উপকার করতে না পারি, কিন্তু ক্ষতি করার চিন্তা আমার নেই..... ✔ সহজ সরল ছেলে। তবে যখন ভদ্রতার মুখে চপেটাঘাত করা হয় তখন আর ভদ্রতা দেখায় না। :D
যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন সকাল হলেই ব্যস্ত হয়ে পড়তাম কিভাবে স্কুল গিয়ে প্রথম বেঞ্চে বসব। একটা প্রতিযোগিতা থাকত কার আগে কে পড়া দিতে পারত এবং পড়া লিখে দিতে পারত।
হাই স্কুলে যখন পড়তাম তখন এত টেনশন থাকত না। কোনমতে ক্লাস শুরু হওয়ার আগে গিয়ে বন্ধুর রাখা যায়গায় গিয়ে বসতাম আর রাজ্যের যত দুষ্টামি শুরু হত।
এর মধ্যে অষ্টম শ্রেণিতে উঠার পর একটা অতিরীক্ত কাজ ছিল! কারণ অষ্টম শ্রেণি থেকে ক্লাসে ছেলে-মেয়ে একসাথে ক্লাস করানো হত। সুতরাং একটু উকি ঝুকি আর চোখ না মারলে কি আর হয়!
মজার লাইফ হল কলেজ লাইফ! যদিও আমার জন্য মজার না। সকাল ৯টায় ঘুম থেকে উঠা। ১০টায় কলেজে ক্লাস শুরু! পরিষ্কার হয়ে সাড়ে ১০টার দিকে ক্লাসে পৌছতাম! গাছতলায় আর বাঁশতলায় নিজে না বসলেও বন্ধু বান্ধবধীর আড্ডা দেখে মনে মনে মজা পেতাম! মেয়েদের সাথে কথা বলতাম না বললেই চলে। তবে ছেলে বন্ধুদের সাথে যথেষ্ট দুষ্টামি করতাম। জোড়া জোড়া কপোত কপুতি দেখলে চোখের কোণা দিয়ে একটু একটু দেখতাম!
আর ভার্সিটি লাইফের কথা জানতে চাহিয়া লজ্জা দিবেন না। এর পরিবেশ বর্ণনা করার ক্ষমতা আমার নাই।
মানুষ নামের জীবগুলো বড়ই আজব। এরই নাম বুঝি পরিবর্তন.....
©somewhere in net ltd.