নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদর্শ সৈনিক

আদর্শ সৈনিক › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গাদের লাত্থি মেরে বের করে দাও। কারন -

৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫

রোহিঙ্গাদের লাত্থি মেরে বের করে দাও। কারন -
১) রোহিঙ্গারা দেশে ঢুকলে জঙ্গিবাদ বাড়বে
২) রোহিঙ্গারা অপরাধ-প্রবণ। তারা দেশে ঢুকলে অপরাধ ও উপদ্রব বেড়ে যাবে
৩) রোহিঙ্গারা দেশে দারিদ্র্য বাড়াবে, সাধারণ মানুষের কাজের সুযোগ কমে যাবে
৪) রোহিঙ্গারা পাকিস্তানপন্থী
৫) বাংলাদেশ একায় কেন রোহিঙ্গা সমস্যা সামলাবে? আরও তো দেশ আছে, তাই না?


আপাতদৃষ্টিতে কথাগুলো খুবই লজিক্যাল লাগতে পারে। এবার আসুন এই কথাগুলোর যৌক্তিকতা বিচার করি।


১) রোহিঙ্গারা দেশে ঢুকলে জঙ্গিবাদ বাড়বেঃ-
মায়ানমারে থাকা ৮ লক্ষ রোহিঙ্গাদের নিয়ে আমাদের চিন্তা-ভাবনার প্রয়োজন আছে। এদের মধ্যে যদি উগ্রবাদের উত্থান ঘটে তবে সেটা আমাদের জন্যও ভোগান্তি নিয়ে আসবে। সাধারণ মানুষ আসতে না পারুক, রোহিঙ্গা জঙ্গিদের যে এদেশে ঢুকতে কোন সমস্যা হবেনা সেটা বলাই বাহুল্য। জঙ্গিবাদের যে অভিযোগ রোহিঙ্গাদের উপর সেটা খুবই হাস্যকর । এমন তো নয় যে আমাদের দেশে জঙ্গি নেই। যারা হত্যা করছে, যারা চাপাতি নিয়ে ঘুরছে এরা তো বাঙালি, তাই না? এদেশে এতটাই জঙ্গিবাদের প্রসার ঘটেছে যে তারা দেশের ৬৩ টি জেলায় একযোগে হামলা চালাতে সক্ষম। ঘোষণা দিয়ে, তালিকা করে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালাতে সক্ষম। সবচেয়ে বড় জঙ্গি সংগঠন ছাত্রলীগ দিনের পর দিন হত্যা, ধর্ষণ, লুন্ঠন, চাদাবাজি, টেন্ডারবাজি চালিয়ে যাচ্ছে, সেখানে রোহিঙ্গারা দেশে ঢুকলে জঙ্গিবাদ বাড়বে এ ধরণের অভিযোগ হাস্যকর শোনায়। জঙ্গিবাদ বাড়ার বাকি আর কী কিছু আছে? রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করুক আর না করুক তাদের মধ্যে যাতে জঙ্গিবাদ না ছড়ায় সেটা নিয়ে পরিকল্পনার প্রয়োজন। যারা দেশের মধ্যে আছে তাদেরকে বিশেষ তদারকির মধ্যে রাখাও দরকার। শুধু রোহিঙ্গা নয়, ধর্মীয় উগ্রপন্থা থেকে রক্ষার জন্য সকলের মধ্যেই সহিষ্ণুতার ব্যাপক চর্চা দরকার। সকল মানব সমাজের জন্য এটি অপরিহার্য হয়ে দাড়িয়েছে। দুঃখজনক হলেও সত্য, অনেক সরকারপন্থী সেক্যুলার রোহিঙ্গাদের মুসলিম পরিচয়কে মুখ্য করে তুলছে, এবং জঙ্গিবাদের ধুয়ো তুলে নিরীহ নারী-শিশুকেও এরা আশ্রয় দিতে রাজি হয় না। এরা একচোখা মানবতার দোষে দোষী। সত্য হচ্ছে, বিজিবির চোখ এড়িয়ে হাজারো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। অথচ বিজিবি যদি তাদের পুশব্যাক নীতির বদলে এই রোহিঙ্গা শরণার্থীদের একটি সুনির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে গ্রহণ করে, শরণার্থীদের জন্য পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা করে তবে সংকট কাটিয়ে ওঠা সম্ভব। মনে রাখতে হবে, অনিবন্ধিত রোহিঙ্গাদের খুব সহজেই উগ্রবাদের দিকে উদ্বুদ্ধ্ করা সম্ভব, অতীতেও তা হয়েছে। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নৈতিক দায়িত্ব রয়েছে জাতি-ধর্ম-গোত্র নির্বিশেষে নিপীড়িত আশ্রয়প্রার্থীদের পাশে দাঁড়ানো। যে রাষ্ট্র সজ্ঞানে কোনো আশ্রয়প্রার্থীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, সে রাষ্ট্র আর যাই হোক, মানবিক হতে পারে না।


নিজ দেশ থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন পাশের দেশে। পাশের দেশের সীমান্তেও অনুপ্রবেশ ঠেকাতে কড়া প্রহরা। তাই এখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নো ম্যানস ল্যান্ডে এই রোহিঙ্গা নারী বাংলাদেশের ভিতরে প্রবেশের জন্য এই বৃদ্ধা অনুনয় বিনুনয় করছেন। ছবি: রয়টার্স


২) রোহিঙ্গারা অপরাধ-প্রবণ। তারা দেশে ঢুকলে অপরাধ ও উপদ্রব বেড়ে যাবেঃ-
এটা হয়তো ঠিক যে দেশের প্রচুর মানুষ রোহিঙ্গাদের উপর বিরক্ত। কিন্তু অসহায় মানুষদের মধ্যে অপরাধ-প্রবণতা থাকলেও তাদের আশ্রয় দিতে হয়। কারণ আমরা মানুষ, আর মানুষ হওয়া একটা যন্ত্রণাপূর্ণ ব্যাপার। রোহিঙ্গাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার পরিবর্তন ঘটলে তাদের এই প্রবণতা কমবে। শিক্ষার হার বাড়ানো, নিরাপত্তা বৃদ্ধি এবং স্থায়ী আবাসনের ব্যবস্থা ধীরে ধীরে তাদেরকে সে প্রবণতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এমনকি মায়ানমারে থাকা রোহিঙ্গাদের মধ্যেও কিভাবে শিক্ষার হার বাড়ানো এবং অশিক্ষা থেকে মুক্তি দেয়া যায় তা নিয়ে ভাবা দরকার। আমাদের দেশের মানুষ এতই অপরাধ-প্রবণ যে যখন রোহিঙ্গাদের ব্যাপারে এটি বলা হয় তখন বিব্রত বোধ করি। বিপদগ্রস্থ অসহায় মানুষ অন্য সক্ষম মানুষের কাছে আশ্রয় না পেলে এই মানব জীবনের অর্থ কি? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বার্মাতে (আজকের মায়ানমার) অসহায় বাংলাদেশের অনেক মানুষ আশ্রয় পেয়েছিলো এইসব অতি দরিদ্র্র রাখাইন বাসীদের কাছে। সেই নাফ নদী পার হয়েই, উল্টোদিকে। ওদের কাছে নুনভাত ছাড়া দেবার আর কিছুই ছিল না। আর ছিলো পাতায় ছাওয়া, মাটিতে গর্ত করা শৌচাগার। বস্তিতে, গলিতে, কুঁড়ের স্যাঁতসেতে মাটির বারান্দায় শুয়েছে উদ্বাস্তু বাংলাদেশের তাড়া খাওয়া মানুষ, মাসের পর মাস। মানুষের জন্য মানুষ যদি না পাশে দাড়ায় তবে কি অর্থ এই মানব জীবনের? শরণার্থী, উদ্বাস্তু, আশ্রয়প্রার্থী এদের সবার প্রথম পরিচয় সে মানুষ এবং অতঃপর বিপদগ্রস্থ, যা তারা নিজ থেকে তৈরী করেনি। বাংলাদেশের শরনার্থী নীতিমালা কী আমরা জানি না। জাতিসংঘের সাথে বাংলাদেশের কী চুক্তি আছে তাও জানি না। মায়ানমারের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক কী সেটাও পরিষ্কার নয়। কিন্তু এইসব অসহায় মানুষগুলোকে আশ্রয় না দিলে তারা যাবে কোথায়? এদেরকে নিয়ে খেলা করা আসলে অপরাধই বটে।


মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা শুরুর পর প্রাণ বাঁচাতে হাজারো রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তের দিকে ছুটে আসছে। কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে না পেরে কান্নায় ভেঙে পড়েন এক রোহিঙ্গা নারী। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স




৩) রোহিঙ্গারা দেশে দারিদ্র্য বাড়াবে, সাধারণ মানুষের কাজের সুযোগ কমে যাবেঃ-
২০১৬ সালে বাংলাদেশের ভাগ্যবানদের কাছ থেকে সুইস ব্যাংকে গেছে ৫ হাজার ৬০০ কোটি টাকা। ২০১৫ সালে গেছে ৪ হাজার ৬০০ কোটি টাকা। ২০১৪-তে গেছে ৪ হাজার ২০০ কোটি টাকা। তার আগের বছরগুলোতে যে কত টাকা গেছে, তা বিধাতা ও ব্যাংক কর্মকর্তা ছাড়া আর কারও পক্ষে জানা সম্ভব নয়। আগেরগুলো বাদ দিয়ে শুধু গত বছরে যাঁদের টাকা সুইস ব্যাংকে গেছে, তাঁদের নামটাও জানা যায় না। সে যেন ভূতের টাকা। নিম্ন মধ্যম আয়ের দেশেরই এই অবস্থা, যেদিন উচ্চ আয়ের দেশে প্রমোশন পাবে বাংলাদেশ, সেদিন সুইস ব্যাংকের কর্মকর্তারা হাতজোড় করে বলবেন, তোমাদের টাকা রাখার মতো ভল্ট আমাদের নেই। নিজের দেশেই খাদ্যশস্যের সাইলোর মতো গুদাম বানিয়ে তাতে তোমাদের টাকা জমা রাখো গিয়ে। এই যে দেশটিতে এত ধনদৌলত, তার বর্ডারে রোহিঙ্গারা সমুদ্র পাড়ি দিতে গিয়ে মরছে। পানিতে ঝাঁপ দিয়ে মরছে, নৌকার খোলের মধ্যে না খেয়ে মরছে।


বাক্স-পেটরা নিয়ে গতকাল রোববার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কক্সবাজারে এক রোহিঙ্গা নাগরিক। ছবি: রয়টার্স

অন্য একটা গল্প শুনাই, বাংলাদেশে কয়েক লক্ষ ভারতীয় বসবাস করছেন, যাঁদের বেশির ভাগ অবৈধ অভিবাসী । ২০০৯ সাল থেকে পাঁচ লক্ষ ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন: এনজিও, গার্মেন্টস, টেক্সটাইল, আইটি সংস্থায় তাঁরা কর্মরত রয়েছেন। উপার্জিত অর্থ তাঁরা হুন্ডি হস্তান্তর পদ্ধতিতে ভারতে পাঠায়। ২০১২ সালে, বাংলাদেশ ভারতের বৈদেশিক মুদ্রা অর্জনক্ষেত্র হিসেবে পঞ্চম দেশ হিসেবে চিহ্নিত হয়। সে বছর এই ভারতীয় অভিবাসীরা বাংলাদেশ থেকে ৩.৭ বিলিয়ন ইউএস ডলার উপার্জন করে ভারতে পাঠিয়েছে। এই অভিবাসীদের বেশিরভাগই পর্যটন ভিসা নিয়ে বাংলাদেশে আসেন, তবে একবার ঢোকার পর এঁদের বের হওয়ার কোন প্রবণতা দেখা যায় না। এভাবে অবৈধ অভিবাসীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এই অভিবাসীরা মাঝে মাঝেই দুই দেশের মধ্যে বিবাদের কারণ হয়ে ওঠেন। প্রাপ্তিসাধ্য প্রতিবেদন অনুযায়ী, এই লাখ লাখ ভারতীয় অভিবাসীরা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং মিজোরামের বাসিন্দা। তো এদের নিয়ে কাউকে হৈচৈ করতে শুনলাম না। কেউ বলল না - এসব অবৈধ ভারতীয়দের তাড়িয়ে দাও। চুলকানিটা কেবল রোহিঙ্গা দের নিয়ে? কেন ভাই?

তল্পিতল্পা নিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। কক্সবাজার সীমান্ত থেকে রয়টার্সের তোলা ছবি

পৃথিবীর সকল দেশ, এমনকি জার্মানির মত ধনী দেশের জাতীয়তাবাদীরাও রিফিউজিদের নিয়ে ঠিক একই কথা বলে। অথচ একটু পড়ালেখা করলেই জানা যায়, রিফিউজিদের আশ্রয় দিলে জাতিসংঘ তার দায়িত্ব নেয়। তাদের থাকা খাওয়া থেকে শুরু করে বেশিরভাগ খরচ বহন করে জাতিসংঘ। বিহারীদের দেখিয়ে প্রতিবছর বাঙলাদেশ সরকার কত টাকা আনে কোন ধারণা আছে? সেই টাকা এনে লুটপাট করা হয়। বিহারীদের দেয়া হয় না।
আর জাতিসংঘ যদি একটা টাকাও না দেয়, তারপরেও আশ্রয় না দেয়ার কোন যুক্তি নেই। যে দেশে চার হাজার কোটি টাকা কোন টাকাই না, সে দেশে দুমুঠো ভাত খাওয়ালে অভাবে মরে যাবেন?? মাত্র ৮ লক্ষ রোহিঙ্গা মানুষ বাংলাদেশের ১৬ কোটির তুলনায় খুব একটা বড় নয়। আর এই ৮ লক্ষের মধ্যে হয়ত কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে চায় প্রতি বছর। এদের মধ্যে যেহেতু শিক্ষার হার খুব কম তাই তারা শুধু নিম্নবিত্ত মানুষদের সাথেই প্রতিযোগিতা করতে সক্ষম। যদি রোহিঙ্গাদেরকে শরণার্থী ক্যাম্পে রাখা হয়, ক্যাম্পগুলো ভিন্ন জেলায় স্থাপন করা হয়, এদেরকে বিভিন্ন জেলায় স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয় তাহলে সমস্যা তুলনামূলকভাবে কম হবে। আমাদের দেশটা আহামরি কোনো স্বর্গ নয় যে রোহিঙ্গারা এখানে এসে একদম বিশাল একটা কিছু পেয়ে যাবে। বেশির ভাগই এসে কোনো একটি ঝুপড়ি ঘরে বাস করে মানবেতর জীবন-যাপন করে। এর মধ্যে রয়েছে মানুষের ঘৃণা। আমরা অনলাইনে কিছু মানুষশেষের তৎপরতায় মনে করতে পারি এদেরকে হয়ত দেশে খুব আদরে রাখা হয় কিন্তু বাস্তবতা খুবই ভিন্ন। আমাদের দেশের মানুষের মত রেসিস্ট আর দুনিয়ায় নেই। রোহিঙ্গাদের অধিকাংশ মানুষ একটুও সহ্য করতে চায় না। নারী-শিশু বোঝাই নৌকা নিয়ে যারা এসে সীমান্তরক্ষীদের প্যাঁদানি খায় তারা আসলেই অসহায়। এরা দালালকে টাকা দিয়ে নির্বিঘ্নে দেশে প্রবেশ করার ব্যবস্থা করতে অসমর্থ। এদেরকে ফিরিয়ে দেয়ার অর্থই হচ্ছে হয়ত নৌকা ডুবে তারা মারা যাবে অথবা ভাসতে ভাসতে পশু-পাখির মত কোথাও গিয়ে থাকবে। রাষ্ট্রসংঘ এখানে বাংলাদেশ এবং মায়ানামার এই দুই দেশকে বলতে পারে আলোচনার টেবিলে বসার জন্য। এই মানুষগুলির দায়িত্ব এই দুই দেশ অস্বীকার করতে পারে না ।

নিজ দেশ থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন পাশের দেশে। পাশের দেশের সীমান্তেও অনুপ্রবেশ ঠেকাতে কড়া প্রহরা। তাই এখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নো ম্যানস ল্যান্ডে এই রোহিঙ্গা নারী। ছবি: রয়টার্স

৪) রোহিঙ্গারা পাকিস্তানপন্থীঃ
ত্রিশ লক্ষ মানুষকে হত্যার পরও যেখানে আমাদের দেশের প্রচুর মানুষ পাকপন্থী সেখানে নিরক্ষর এবং পাকিস্তানিদের হাতে নির্যাতিত না হওয়া মুসলমানদের পাকিস্তানের প্রতি আগ্রহকে খুব একটা গুরুত্ব না দেয়াই ভাল। বরং এদেরকে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির সুযোগ দেয়া হোক। অবস্থা স্থিতিশীল হলে রোহিঙ্গাদেরকে কিভাবে নিরাপদে মায়ানমার প্রত্যাবর্তন করানো যায় তা নিয়ে পরিকল্পনা গ্রহণ উচিত। রোহিঙ্গাদের অনেকেই ফিরতে চায় না, কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা থাকলে নিজ দেশে ফিরে না যাওয়ার কোন কারণ থাকতে পারেনা। তাই এজন্য মায়ানমারের প্রতি চাপ দেয়ার কোনো বিকল্প নাই। কিন্তু বাংলাদেশ বরাবরের মত এক্ষেত্র চরম কূটনৈতিক ব্যর্থতা দেখাচ্ছে।

দুই নবজাতককে নিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে এসেছে একটি পরিবার। ছবিটি কক্সবাজারের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে তোলা। ছবি: রয়টার্স


৫) বাংলাদেশ একায় কেন রোহিঙ্গা সমস্যা সামলাবে? আরও তো দেশ আছে, তাই না?
উত্তরঃ- পৃথিবীর বিভিন্ন দেশে রোহিঙ্গাদের সংখ্যা :
মায়ানমার ৮০০,০০০(আট লক্ষ)
বাংলাদেশ ৩০০,০০০( তিন লক্ষ)
পাকিস্তান ২০০,০০০( দুই লক্ষ)
সৌদি আরব ৪০০,০০০ ( চার লক্ষ)
থাইল্যান্ড ১০০,০০০(এক লক্ষ)
মালয়েশিয়া ২৪,০০০( চব্বিশ হাজার)
সূত্র : উইকিপিডিয়া

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্ষুধার্ত মুখ। ত্রাণের আশায় হাত বাড়িয়ে তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ২৪ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ৬ দিনে প্রায় ১৬ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ আশ্রয় নিয়েছে। ছবি: এএফপি

এক শ্রেণীর সুশীলদের কথাবার্তা দেখে মনে হল রোহিঙ্গাদের ভার কেবল বাংলাদেশই নিচ্ছে। বাস্তবতা হল মায়ানমার বাদ দিলে রোহিঙ্গাদের অবস্হা বাংলাদেশেই সবচেয়ে খারাপ..বাস্তবতা হচ্ছে- মিয়ানমারে যখন কচু কাটা হচ্ছে- তখন বাঁচার জন্যে রোহিঙ্গারা এইদেশে বর্ডার পার হয়ে আসার চেস্টা করবেই। যতই ফিরিয়ে দেয়া হোক না কেন- তারা অন্য যেকোন উপায়েই হোক- বারেবারে চেস্টা করবে। এটা এমন না যে- বাংলাদেশ কোন স্বর্গ রাষ্ট্র, এইখানে আসলেই তারা থাকা- খাওয়া- কাজ এসবের দারুন সব সুব্যবস্থা পাবে, এসবের নিশ্চয়তা দিয়ে দেবে বাংলাদেশ! বরং তারা জানে- বাংলাদেশের সরকার এদেরকে কি চোখে দেখে, বাংলাদেশের মানুষ এদের কি চোখে দেখে ! তারপরেও তারা বাংলাদেশে আসতে চায়- তার একমাত্র কারণ- মিয়ানমারে তারা নিরাপদ নয়। ফলে- যেভাবে রোহিঙ্গারা দেশে ঢুকছে- তারই ভয়ানক ফল বাংলাদেশ ভোগ করছে- সামনেও আরো করবে! সরকারীভাবে যখন শরণার্থীদের প্রবেশ করতে দেয়া না হয়- তখন সেই শরণার্থীরা রাষ্ট্রের তথা সরকারের দৃষ্টির বাইরে থাকে, নিয়ন্ত্রণের বাইরে থাকে। এদেরকে দিয়েই বাস্তবে নানা অপরাধমূলক কাজে কর্ম করানো সম্ভব হয়। ফলে- এই অনিবন্ধিত প্রবেশকারী রোহিঙ্গারাই টার্গেটে থাকে, নানা মাফিয়া- চোরাকারবারি গোষ্ঠীর নজরে থাকে। উল্টোদিকে এরকম রোহিঙ্গাদের এই দেশে এসে কোনরকমে টিকে থাকার জন্যে যেনতেন কাজের দরকার, যেনতেন শেল্টার দরকার, ফলে মরিয়া হয়ে তারা যেকোন কিছুতেই জড়িয়ে পড়ে। এইসব বন্ধ করার একটাই উপায়- বাংলাদেশ সরকারকে ঘোষণা দিয়ে রোহিঙ্গাদের গ্রহণ করা উচিৎ। টেকনাফ- কক্সবাজার- চট্টগ্রামে যদি চাপ বেশি হয়ে যায়- দেশের অন্যান্য জায়গায় এদেরকে রাখার ব্যবস্থা করতে পারে। এইসব রিফিউজিকে রাখার জন্যে বিশাল জায়গার প্রয়োজন হয় না, প্রত্যন্ত অঞ্চলগুলোতে বড় সড় ক্যাম্প করে করে এদের রাখা যায়। যেখানে নিয়মিত হাজিরা দেওয়াটা বাধ্যতামূলক- শরণার্থী হিসেবে নিয়ম-কানুন ভাঙলে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারটাও জারি রাখলে- কিছুটা কন্ট্রোলে রাখা সম্ভব। সরকারীভাবে যখন এই রিফুজিদের গ্রহণ করা হয়- তখন বাংলাদেশ অটোমেটিকভাবে আন্তর্জাতিক ফোরামে ভয়েস রেইজ করার ব্যাপারে লেজিটেমেসি অর্জন করে। জাতিসংঘ থেকে শুরু করে- অনেক সংস্থাও এই রিফিউজিদের ক্যাম্প করা, তাদের খাবার দাবার থেকে শুরু করে নানা দরকারের প্রয়োজনীয় ফান্ড দিতে পারে- যেইটা এখনকার অবস্থায় সম্ভব না। বাংলাদেশ এর আগে- যতবার এই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সক্ষম হয়েছে- সবই সরকারিভাবে শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের গ্রহণ করার কারণেই … শরণার্থী ক্যাম্পের শরণার্থী জীবন কোন চিরস্থায়ী ব্যবস্থা না- ফলে এক দেশ থেকে একটা জনগোষ্ঠী আরেকটা দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে মানেই- সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠা। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিটা ফোরামে তাকে একরকম জবাবদিহি করতে হয়- সেই শরণার্থীদের ব্যাপারে।
এটা বুঝা উচিৎ- অবৈধ অভিবাসী যত বড় সমস্যাই হোক- এটা নিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে কথা বলার বা চাপ তৈরির স্কোপ খুব কম- কেননা এটাকে আভ্যন্তরীন সমস্যা ধরা হয়- অবৈধভাবে প্রবেশ বন্ধ করা- তাদেরকে চিহ্নিত করা, তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া- সবই অভ্যন্তরীন ব্যাপার ধরা হয়। কিন্তু, শরণার্থী সমস্যাকে আন্তর্জাতিক পরিমন্ডলে আলাদাভাবে গুরুত্বের সাথেই দেখা হয় ।


খাল পার হয়ে বাংলাদেশে প্রবেশ না করার নির্দেশ দিচ্ছেন এক বিজিবি সদস্য। ছবিটি কক্সবাজারের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে তোলা। ছবি: রয়টার্স


আমরা দেখবো মানবিক দৃষ্টিকোণ থেকে। রোহিঙ্গা সমস্যাকে উটকো সমস্যা বলে মনে করার কোন কারণ নেই। আশেপাশের কোন দেশে বিপর্যয় ঘটলে তা যে আমাদেরকে স্পর্শ করবে সেটা স্বাভাবিক এবং এই একই ধরণের সমস্যায় রয়েছে অনেক দেশই। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভারতে চলে যায় প্রতি বছর, শুধু হিন্দু নয় মুসলমানরাও। পাকিস্তানে এখনো বিশাল সংখ্যক বাঙালি বসবাস করে, স্বাধীনতার পরেও কিন্তু অনেকেই চলে গেছে রোজি-রোজগারের সন্ধানে। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ রাজনৈতিক আশ্রয় নিয়েছে উন্নত দেশগুলোতে। আগে মানুষ, তারপর দেশ। মানুষকে বাচতে দিতে হবে। যখন কিছু মানুষ হাড় জিরজিরে মহিলা-শিশুদের নিয়ে জীবন বাচানোর জন্য একটা ভাঙ্গা নৌকায় পানিতে ভাসতে ভাসতে আমাদের দেশে পাড়ি জমায় তখন এদেরকে ফিরিয়ে দেয়ার কোনো মানবিক যুক্তি আমার জানা নেই। রোহিঙ্গাদের জীবনাচরণ, সংস্কৃতি সব কিছু বড্ড বেশি মিলে যায় এদেশের মানুষের সাথে। একজন রোহিঙ্গার ছবি দেখলাম মাঠে কাজ করছে, না বলে দিলে বোঝা কঠিন যে সে বাঙলাদেশি নয়। রোহিঙ্গাদের ভাষা মোটামুটি বুঝি, চট্টগ্রাম অঞ্চলের সাথে পুরাই মিলে যায়। যখন একটা বোধগম্য ভাষায় কেউ এসে বাচার আকুতি জানায় তখন এদেরকে ফিরিয়ে দেয়ার দৃশ্যটা কেমন হতে পারে ভেবে দেখুন!


এই রোহিঙ্গা শিশুটাকে দেখে মনটা ভার হয়ে আছে। মায়ের কোল মনে করে মাটিকে জড়িয়ে ধরেছে শিশুটি, এই মাটির উপর মানুষ হিসাবে সবার সম-অধিকার আছে।
পৃথিবীর সর্বত্রই মানুষগুলো বেচে থাকুক। মানুষ বেচে থাকলে তারা ভবিষ্যতে একটা মানবিক পৃথিবী তৈরি করবেই।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪২

নতুন বলেছেন: রোহিঙ্গাদের দেশে জায়গা দিলে সমস্যা বাড়বে... কমবে না।

কিন্তু একটা জিনিস চিন্তা করে স্হান দেবার পক্ষে আমি...

১৯৭১ ও ভারত আমাদের স্হান দিয়েছিলো... নতুবা অনেক মানুষই মারা যেত...

স্হান দেওয়া উচিত... কিন্তু মায়ানমারের উপরে চাপ প্রয়োগ করা উচিত...যাতে এই সমস্যা সমাধান হয়।

আমাদের আমি` ওদের খেকে দূবল না।

৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৯

আদর্শ সৈনিক বলেছেন: আজকে ৩১ আগস্ট ঈদ এর দুই দিন আগেও নৌকা ডুবি হয়ে ১৯ রোহিঙ্গা মারা গেছে।
নারী-শিশু বোঝাই নৌকা নিয়ে যারা এসে সীমান্তরক্ষীদের প্যাঁদানি খায় তারা আসলেই অসহায়। এরা দালালকে টাকা দিয়ে নির্বিঘ্নে দেশে প্রবেশ করার ব্যবস্থা করতে অসমর্থ। এদেরকে ফিরিয়ে দেয়ার অর্থই হচ্ছে হয়ত নৌকা ডুবে তারা মারা যাবে অথবা ভাসতে ভাসতে পশু-পাখির মত কোথাও গিয়ে থাকবে। যখন কিছু মানুষ হাড় জিরজিরে মহিলা-শিশুদের নিয়ে জীবন বাচানোর জন্য একটা ভাঙ্গা নৌকায় পানিতে ভাসতে ভাসতে আমাদের দেশে পাড়ি জমায় তখন এদেরকে ফিরিয়ে দেয়ার কোনো মানবিক যুক্তি আমার জানা নেই।

সুত্র
http://www.prothom-alo.com/bangladesh/article/1309101/রোহিঙ্গাদের-আরও-দুটি-নৌকাডুবি-১৯-জনের-মৃত্যু

২| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


সরকার ও মানুষের মনোভাব আলাদা

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

আদর্শ সৈনিক বলেছেন: মিয়ানমারের রাখাইনে যত্রতত্র পড়ে আছে লাশের পর লাশ। লাশের মিছিলের পরও থামছে না সে দেশের সেনা, পুলিশ ও বিজিপি সদস্যদের গুলি বর্ষণ। সেখানকার মংডু, বুচিদং ও রাচিদং এ তিনটি অঞ্চলে শুক্রবার রাতে ঘুমন্ত রোহিঙ্গাদের ওপর আক্রমণ শুরু করে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা। রাতের আঁধারে ল-ভ- করে দেয় রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলো। ফলে একের পর এক প্রাণ হারাতে থাকে অসহায় রোহিঙ্গা নরনারী ও শিশু।
চলমান পরিস্থিতিতে সেখানকার অবস্থা অবর্ণনীয়। প্রকৃত পরিস্থিতি আরও ভয়াবহ। গণমাধ্যম কর্মীদের সেখানে যাওয়ার কোন সুযোগ রাখা হয়নি। তাই আসল চিত্র উঠে আসছে না। রোহিঙ্গা পাড়াগুলোতে চলছে আহাজারি ও কান্নার রোল। আবার বহু রোহিঙ্গা যে যেভাবে পারে ঘরবাড়ি ত্যাগ করে শুধু পালাচ্ছে। এ পরিস্থিতিতেও মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিবর্ষণ ও ভারি অস্ত্রের ব্যবহার অব্যাহত রয়েছে।

রাচিদং এলাকার শিলখালীগ্রাম ঘেরাও করে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে মিয়ানমারের সৈন্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে অন্তত ২০ নিরীহ রোহিঙ্গার মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। শুক্রবার রাতে ঘুমন্ত রোহিঙ্গাদের গ্রাম ঘেরাও করে সেনারা তাদের অভিযান শুরু করে। গ্রামটির অধিকাংশ বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, গ্রামের নারী শিশুসহ যারা বেঁচে আছে তারা প্রাণভয়ে বনে পালিয়ে বেড়াচ্ছে। সেখানেও তাদের রেহাই নেই, ধাওয়া করা হচ্ছে তাদের।
বর্মী সেনারা মিয়ানমারের রাচিদং এলাকায় গত ২০ দিন ধরে রোহিঙ্গাদের ঘিরে রেখেছে এটা খুবই দুঃখজনক। এমনকি সেনাদের সঙ্গে রাখাইনরাও রয়েছে। এতে রোহিঙ্গা জনগোষ্ঠীর চলাফেরা বন্ধ হওয়ায় তাদের না খেয়ে মরতে হচ্ছে।

৩| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ষ্টপ জেনোসাইড!


বাংলাদেশকে কূটনৈতিক ভঅবেই মোকাবেলা করতে হবে।
আন্তর্জাতিক ত্রান সংস্থার মাধ্যমে বাচিয়ে রাখার পাশাপাশি তাদের রােষ্ট্র তারা যেন শৌলিক অধিকার পায় তার জন্য প্রবল কূনটনীতি চালাতে হবে।
@ নতুন ভাইর সাথে সহমত।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৮

আদর্শ সৈনিক বলেছেন: বাংলাদেশ হচ্ছে তলাবিহীন ঝুড়ির মত। প্রতি বছর অবৈধ ভারতীয় লোকজন ৩ বিলিয়নের ওপর টাকা পাচার করে, কেউ দেখে না, কেউ প্রতিবাদও করে না। সমস্যা শুধু রোহিঙ্গাদের আশ্রয় দিতে গেলে, দুমুঠো খাওয়াতে গেলে সেক্যুলারদের চুলকানি শুরু হয়ে যায়।

৪| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রতিবেশি দেশ হিসেবে বাংলাদেশ সরকারের বিশেষ খুমিকা রাখা উচিৎ

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৯

আদর্শ সৈনিক বলেছেন: ঠিক বলেছেন।

৫| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

রিফাত হোসেন বলেছেন: একটা মন্তব্য লিখেছিলাম, মুছে দিলাম। আপনার ভাল লাগবে না।
আশা করি একদিন,বাংলাদেশ কূটনৈতিকভাবে শক্তিশালী হবে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৯

আদর্শ সৈনিক বলেছেন: তাই যেন হয়।

৬| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০

সারোয়ার ইবনে গিয়াস বলেছেন: বাংলাদেশের এ কূঠনৈতিক শক্তি নেই যে বার্মা কে বলবে, ''একটি লোকও পুশ করলে তোর খবর আছে!''
অথচ- এই শক্তিটি খুব দরকার ছিলো। অথচ, বাংলাদেশ অফার দিচ্ছে যৌথ অভিযানের! বার্মিজ শয়তানেরা লুঙি লাগিয়ে শুধু বাতাস খায়না চুলকানির মজাও নেয়-তা আমাদের এঁনারা বুঝেন না।
তবুও-মানবতার কথা মেরে ফেলা যায়না। সঠিক বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এসব আশ্রয়প্রার্থীদের আবার মৃত্যুর মুখে ফিরিয়ে দেয়া আমাদের ইতিহাস ভুলা জাতিতে পরিণত করে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

আদর্শ সৈনিক বলেছেন: কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবিরের কাছে একটি মন্দিরের পাশে একটি খোলা জায়গায় এসে আশ্রয় নিয়েছেন প্রায় পাঁচশো রোহিঙ্গা হিন্দু নারী-পুরুষ-শিশু।




মিয়ানমারের রাখাইনে এখন যে ব্যাপক সহিংসতা চলছে, এরাও তার শিকার হয়ে সেখান থেকে পালিয়ে এসেছেন।

রোহিঙ্গা মুসলিমরা হাজারে হাজারে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলেও এই প্রথম রোহিঙ্গা হিন্দুদের সেখান থেকে পালিয়ে আসতে দেখা গেল।




কুতুপালং এর মন্দিরে আশ্রয় নেয়া কয়েকজন রোহিঙ্গা হিন্দু নারী-পুরুষ বিবিসির কাছে বর্ণনা করেছেন কেন তারা সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন।

যে হিন্দু গ্রামটি সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে সেটির নাম ফকিরাবাজার।

দেনাবালার বাড়ি ছিল এই ফকিরাবাজার গ্রামে।

তিনি বলছিলেন অনেক দুঃখে সেখান থেকে তারা পালিয়ে এসেছেন।

"আমাদের গুলি করেছে। ঘরবাড়ী পুড়িয়ে দিয়েছে। ভাত-পানি খেতে দেয়নি। আমরা হিন্দু মানুষ। আমাদের মেরেছে-কেটেছে। আমাদের মন্দির পুড়িয়ে দিয়েছে। সেই জন্য আমরা চলে এসেছি। এক গ্রাম থেকেই আমরা চারশো জনের মতো এসেছি। যারা মারতে এসেছিল, ওরা কালো পোশাক পরে এসেছিল। ওদের চিনি না। শুধু চোখ দেখা যাচ্ছিল।"

বকুলবালা নামে আরেক শরণার্থী জানান, ফকিরাবাজার থেকে কয়েক কিলোমিটার দূরে চিকনছড়িতে ছিল তার বাড়ি। মেয়েকে বিয়ে দিয়েছিলেন ফকিরাবাজারে। তার স্বামী মেয়েকে দেখার জন্য ফকিরাবাজার যান। সেখানে তার স্বামী, মেয়ে এবং নাতি সবাই নিহত হয়েছে।

"সেখানে সব মানুষকে কেটে ফেলেছে। সেখানে আমার মেয়েকে কেটে ফেলেছে। আমার মেয়েকে দেখতে গিয়েছিল আমার স্বামী। আমার স্বামীকেও কেটে ফেলেছে। আমার নাতি ছিল। তাকেও কেটে ফেলেছে।"

আরও পড়ুন: মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন: সত্য, মিথ্যা এবং আং সান সুচি

সশস্ত্র রোহিঙ্গা মুসলিম গোষ্ঠী 'আরসা'র নেপথ্যে কারা?

হামলাকারীদের চিনতে পেরেছিলেন কিনা, এই প্রশ্নের উত্তরে বকুলবালা বলেন, কালো পোশাকে আবৃত থাকায় তাদের চেনা যাচ্ছিল না।

"কালো কালো পোশাক পরে ওরা এসেছিল। চোখ ছাড়া আর কিছু দেখা যায় না। চিনতে পারিনি। ওরা কাটছিল, মারছিল, গুলি করছিল। সবাইকে মেরে ফেলেছে। ওরা কখনো বার্মিজ ভাষায় কথা বলছিল, কখনো বাংলা বলছিল। ওদের হাতে অনেক ধারালো অস্ত্র ছিল। চিকনছড়িতে যখন ওরা এসে পৌছায়, তার আগেই আমরা পালিয়ে যাই"

শিবকুমার নামে আরেকজন জানিয়েছেন, তার মা বাবা খালা সবাইকে হামলাকারীরা মেরে ফেলেছে।

"হিন্দু মুসলমান সবাইকে মেরেছে। গুলি করেছে। ওরা কালো পোশাক পরা ছিল। আমি চিনি না। চারিদিক থেকে ঘেরাও করে আমাদের মারছে। হিন্দু মুসলমান সবাই এক সঙ্গে পালিয়ে এসেছি।"
িবিবিসি

৭| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

কূকরা বলেছেন: সমস্ত রোহিংগাদের বাংলাদেশে নিয়ে আসা হোক। তারপর কিম জং উং বা তার মত কেউ মায়ানমারের উপর মিসাইল হামলা করুক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

আদর্শ সৈনিক বলেছেন: আজ ঈদের দিন বর্ডার গার্ড বাংলাদেশের এক সেনাকে হত্যা করল বার্মা।
সুত্র- চ্যানেল ২৪
https://www.facebook.com/Probash.Jibon.like.page/videos/1972004636354341/

৮| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

শুভ্র বিকেল বলেছেন: রহিঙ্গাদের ঠাঁই দিলে সমস্যা বাড়বে বই কমবে না কেননা তারা চায় যেকোন উপায়ে বিতারিত করতে, এই দিকে ঠাঁই পেলে ঐদিকে নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেবে। অলরেডি পাঁচ লাখ এদেশে এসে বসে আছে, মিয়ানমার ফেরত নিচ্ছে না তার উপর বাড়তি চাপ নিতে গেলে এক সময় সব রহিঙ্গা এসে ভীর জমাবে তার থেকে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে সুষ্ঠু সমাধানের পথ বের করা বেশি জরুরী।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২২

আদর্শ সৈনিক বলেছেন: সবাইকে আশ্রয় দেয়ার কথা বলি নি, অসহায় নারী -শিশু যারা মৃত্যুমুখে পতিত, আশ্রয়টা তাদের দিন, সাময়িক হলেও।

৯| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: আপাতত আশ্রয় দিন, খাদ্য দিন, চিকিৎসার সুযোগ দিন- তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না।
তাঁরা ছন্নছাড়া, পরিবারহীন। তাঁদের সংখ্যা এখন শতক থেকে কয়েক হাজারে পৌঁছেছে।
রোহিঙ্গা পরিচয়ে নয় তাঁরা মানুষ হিসেবে একটু আশ্রয় চায়, মানবতা চায়।

১০| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭

রিমন সাঁই বলেছেন: আমি রোহিঙ্গাদের আশ্রয় দেবার পক্ষে (মানবিক দিক বিবেচনায়); আবার বিপক্ষেও কারণ ওরা জঙ্গী....!!! আমি জানি, আমাদের দেশেও অনেক জঙ্গী আছে অথবা থাকতে পারে। তবে, জেনে-শুনে "খাল কেটে কুমির আনবো ?"

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

আদর্শ সৈনিক বলেছেন: বার্মিজ বৌদ্ধ ভিক্ষুরা অন্য ধর্মের মানুষদের সহ্য করতে পারে না। সেই ছোটবেলা থেকে শুনে আসছি বার্মিজরা বাঙালি যারা কিনা আরাকানের বাসিন্দা তাদের হত্যা করে আসছে। বর্তমানে রোহিঙ্গাদের যেভাবে তারা হত্যায় লিপ্ত হয়েছে তা ইতিহাসের আর কোনো নজির আছে কিনা সন্দেহ আছে। শিশুদের করছে হত্যা আর মেয়েদের করছে ইজ্জত লুণ্ঠন। গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিচ্ছে। ঘর-বাড়ির সঙ্গে মানুষও পোড়াচ্ছে জীবন্ত।
এ ব্যাপারে সভ্য সমাজ নীরব। মানব সভ্যতা নীরব। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের কাছে তো মুসলিম হত্যার নিন্দা আশাই করা যায় না। তা ছাড়া আমাদের প্রিয় আরব নেতারাও কোনো মন্তব্য করছেন না। তাদের কাছেও কিছু আশা করা সমীচীন নয়। তারা কীভাবে গদি টিকিয়ে রাখবেন, কীভাবে টিকিয়ে রাখবেন নড়বড়ে রাজতন্ত্র তা নিয়েই ব্যস্ত আছেন।

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪২

সুপ্ত আগ্নেয়গিরি বলেছেন: মানবতা হোক জাগ্রত।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

আদর্শ সৈনিক বলেছেন: ১ সেপ্টেম্বর ২০১৭

নাফ নদীর তীরে ভেসে উঠেছে ২৬ রোহিঙ্গার লাশ
বাংলাদেশে কক্সবাজারের পুলিশ জানিয়েছে, টেকনাফে নাফ নদী থেকে শুক্রবার ২৬জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।




পুলিশ এদের রোহিঙ্গা হিসেবে শণাক্ত করলেও মৃত্যুর কারণ পরিস্কার করে বলতে পারছে না।

এর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় নৌকা ডুবির ঘটনায় ১৯জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়।




পুলিশ জানিয়েছে, শাহপরীর দ্বীপ এলাকায় বঙ্গোপসাগরের কাছে নাফ নদীতে বিভিন্ন পয়েন্ট মানুষের মৃতদেহ ভেসে ওঠে। শুক্রবার সারাদিন ধরে এসব মৃতদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার ইকবাল হোসেন জানিয়েছেন, মৃতদেহগুলো পঁচে গলে যে বীভৎস চেহারা নিয়েছে, তা দেখে এদের মৃত্যুর কারণ বোঝার উপায় নেই।

তবে মৃতদেহগুলো বেশ কয়েকদিন আগের বলে পুলিশ ধারণা করছে।

কেউ দাবিদার না থাকায় এগুলো রোহিঙ্গাদের মৃতদেহ বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

এরআগে গত বুধবার মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারি কয়েকটি নৌকা ডুবেছিল।

সেই ঘটনায় বৃহসপ্তিকবার পর্যন্ত ১৯জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।
বিবিসি

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

নীলপরি বলেছেন: খুবই প্রাসঙ্গিক পোষ্ট ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

আদর্শ সৈনিক বলেছেন: যেভাবে শিশুদের লাশ ভেসে উঠছে বঙ্গোপসাগরে। মিয়ানমারের সেনারা যেভাবে পুড়িয়ে মানুষ হত্যা করছে, ধর্ষণ করছে নারীদের, তা কোনো সভ্য সমাজে কেউ কখনো অবলোকন করছে কিনা সন্দেহ আছে। এ ধরনের পরিস্থিতিতে একজন লেখক-কবি বসে থাকতে পারেন না। পারেন না অন্য বিষয়ে লিখতে। আমি পারিনি চুপ থাকতে।

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

বিজন রয় বলেছেন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কোন আওয়াজ পেলাম না এবার।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

আদর্শ সৈনিক বলেছেন: মুসলিমদের এ রকমের হত্যা নিপীড়ন ইতিহাসে নতুন নয় এবং আরও অনেক হবে। একটা কঠিন পরীক্ষার মুখোমুখি মুসলিম জাতি আজ। যেখানে আমাদের দেশের মেজরিটি মানুষ মুসলিম এবং আজ যারা শরণার্থী হয়ে আসছে তারা শুধু মুসলমান হওয়ার কারণেই ভিটে ছাড়া। সুতরাং সীমিত অবলম্বনের মাঝেও রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে। প্রধানমন্ত্রী ইতিপূর্বে কয়েকবার বলেছেন তিনি নামাজ ও কোরআন পাঠ করে দিন শুরু করেন। তাহলে তাকে সেভাবে কাজেকর্মেও প্রমাণ করতে হবে যে, তার হৃদয় কাঁদে শরণার্থীদের জন্য। যারা ঘর ছাড়া হয়েছে তাদের ধর্মের পরিচিতির কারণে।
আজ রোহিঙ্গা শিশুদের লাশ পানিতে ভেসে আসছে। মরা মানুষের গন্ধে দক্ষিণ বাংলার পানি ও বাতাস ভারী। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমার পরামর্শ থাকবে, আপনি শরণার্থী গ্রহণ করে বিষয়টা জাতিসংঘের দৃষ্টিতে নিয়ে আসুন। আন্তর্জাতিক সমাজকে চাপ প্রয়োগ করুন যাতে প্রতিটি দেশ যেন রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়। আমাদের দেশ থেকে তাদেরকে যেন নেয় সমগ্র বিশ্ব। এটা বাংলাদেশের সমস্যা নয়। এ সমস্যা গোটা বিশ্বের সমস্যা।
ইংল্যান্ডে আসা রোহিঙ্গা শরণার্থীদের এই দেশ আশ্রয় দিচ্ছে। কিন্তু এখানে আসার পর। আমার প্রস্তাব হবে বাংলাদেশ সরকার বিশ্বের দরবারে প্রস্তাব রাখুক, বাংলাদেশ থেকে যেন তাদের নিয়ে যাওয়া হয়। রোহিঙ্গা শরণার্থীদের জনসংখ্যা গণনা করে আন্তর্জাতিক মুরব্বিদের চাপ দিতে হবে যেন সবাই শরণার্থীদের আশ্রয় দেয়। প্রধানমন্ত্রী যদি এই উদ্যোগ নেন তবে তিনি যেমন ধর্মপ্রাণ বাংলার মানুষের কাছে মহান হতে পারবেন তেমনি আন্তর্জাতিক মুরব্বিরাও মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করবে এই হত্যাকাণ্ড বন্ধ করতে।

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫

ডঃ এম এ আলী বলেছেন: বেশ পরিকল্পিত সমস্যা , পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাটিকে আরো জোরালো করা হচ্ছে দেশে বিদেশে ।
সরকার সচেতন না হলে কপালে অনেক দু:খ আছে । নোবেল বিজয়ী সুকি ক্ষমতায় আসায় যারা খুব বেশী
খুশি হয়েছিল এবং সেসময় মিডিয়ায় সুকি বন্দনার জোয়ার বইছিল , তাদের বক্তব্যগুলি এখন শুনা দরকার ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.