![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র - সুনির্মল বসু
একটা খবর পড়ার পর এত্তো খুশি লাগতেছে যে আপনাদের সংগে শেয়ার না করে পারলাম না।
বিজয়ের মাসে পাকিস্তানের সাইবার স্পেসে সফল হামলা করে আবারও বিজয়ের হাসি দিয়েছে বাংলাদেশের হ্যাকাররা। বিশেষত ১৬ ডিসেম্বর বাংলাদেশের শীর্ষ হ্যাকার টিম বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস পাকিস্তানের প্রায় ২০০ সরকারি-বেসরকারি ওয়েবসাইট হ্যাক করে। এ হামলায় অংশ নিয়েছে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারসের স্পেস ফাইটার এবং মূর্খ মানব।
এ ব্যাপারে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারসের ক্রু প্রধান মূর্খ মানব জানিয়েছেন, আমরা বাংলাদেশিরা ৪২ বছর ধরে বিজয় দিবস উদযাপন করে আসছি। কিন্তু এ সময়ের মধ্যে পাকিস্তানকে আমরা শায়েস্তা করতে সক্ষম হইনি। কিন্তু এখন সময় এসেছে প্রতিশোধ নেয়ার। তাই আমরা প্রত্যেক বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন পাকিস্তানের সাইবার স্পেসে হামলা করে ভার্চুয়াল বিজয় উৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছি। তারই অংশ হিসেবে আমরা এই সাইবার যুদ্ধ শুরু করেছি। তিনি আরও বলেন, সম্প্রতি পাকিস্তান সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যেভাবে অনৈতিক মাতামাতি শুরু করেছে তার পরিণতি ভালো হবে না। বাংলাদেশ সরকার এ ব্যাপারে কোন উদ্যোগ না নিলে আমরা তার দাঁতভাঙ্গা জবাব দিব।
এদিকে যুব সমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস নিয়মিতভাবে পর্ণ ওয়েবসাইট হ্যাক করছে। চলতি সপ্তাহের প্রথম দিকে ৩৩৩টি পর্ণ সাইট হ্যাক করার পর গতকাল আবারও তিন শতাধিক পর্ণ সাইট সাইট হ্যাক করেছে। এই নিয়ে এক সপ্তাহে প্রায় ছয় শতাধিক পর্ণ সাইট হ্যাক করলো বাংলাদেশের এই হ্যাকার টিমটি। অনলাইনে কঠিন নিরাপত্তার বলয়ে থাকা এসব পর্ণ সাইটগুলো হ্যাক করেছেন বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারসের ক্রু টারমিনেটর অর। হ্যাকার টারমিনেটর জানিয়েছেন, পৃথিবীর দেশে দেশে পর্ণ সাইটগুলোতে আমাদের সাইবার হামলা অব্যাহত থাকবে।
পুরো খবরটি এখানে পাবেন
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০০
জাহিদ ২০১০ বলেছেন: https://www.facebook.com/rotating.rotor