নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা

You are free to choose,but you are not free from the consequences of your choice.

রেজা রাজকুমার

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র - সুনির্মল বসু

রেজা রাজকুমার › বিস্তারিত পোস্টঃ

অত্যাধিক বেতনের চাকরি গুলো,চেক করে দেখেনতো, আপনি যোগ্য কি না?

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২

বিশ্বে যে চাকরিগুলোতে সবচেয়ে বেশি বেতন দেওয়া হয়।

এখানে তার সেরা পাঁচ প্যাশনেট জবস এর নাম বলবো।

"ক্যান ইউ বিলিভ দীস জবস পে দিস মাচ" শিরোনামে লেখাটি একটা পত্রিকার বিজ্ঞাপনে দেখেছিলাম।সে অবলম্বনেই এ লেখাটির অবতারনা। উল্লেখ্য যে এগুলো ক্যাটাগরাইজ করা সর্টিংস।

#5 Master sommelier



এটির আরেক নাম ওয়াইন ষ্টুয়ার্ড বা কবি নজরুলের সাকী।



তো এ চাকরির জন্য জব ডিটেইলস ইনফরমেশনঃ

-Must pass 4 high level courses can take up to 12 years.

-Only 214 exist the worldwide.

-Can make up to $125,000 Yr (এক লাখ পঁচিশ হাজার বছরে)



#4 Storm Tracker







স্ট্রম ট্রেকার বা ঝড় আগাম সঙ্কেতকারি।

এই পদের চাহিদা টিভি চ্যানেল্ গুলোতে বেশি। আমেরিকার প্রায় প্রতিটা টিভিতেই এদের অবস্থা রমরমা। তবে এ জন্য আপনাকে আবহাওয়া ও জলবায়ুর উপর উচ্চতর ডিগ্রী ও ট্রেনিং থাকতে হবে।

বেতনঃ ১৩২,০০০ ডলার (বছরে)।



#3 Certified Ethical Hacker



ইউজ সেম স্কীল মেলিসিয়াশ হ্যাকারস ওনলি লিগ্যালী।



সার্টিফায়েড এথিক্যাল হ্যাকার। এজন্য সি আই এস এস পি/ সি এফ আই পি অর্থাৎ কম্পিউটার সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল বা ফরেন্সিক ইনভেস্টিগেটিভ এক্সাম এর লেভেল গুলো পাশ করতে হবে।

এদের বেতন কাঠামো বছরে ১৪৭,০০০ ডলার।



#2 Phone Sex Operator









এরা বিভিন পর্ণ সাইটগুলোতে নিয়োগ পায়। বিশেষতঃ লাইভ ক্যাম সাইটগুলোতে এরা ক্লায়েন্টদের সঙ্গে বার্গেনিং করে আকর্ষনীয় ভয়েস এ।

এজন্য এদের কতগুলো যোগ্যতা ধরা হয়েছে যেমনঃ গুড লিসেনার,অর্গানাইজড,ইমাজিনেটিভ এন্ড ইমপ্রোভাইজেশন।

এদের ওয়ার্ক আওয়ার ৪ ঘন্টা প্রতি শিফট বা ২৪টি টেলিফোন কল রিসিভ।

বেতনঃ ১৬০,০০০ ইউএস ডলার বছরে।





#1 Bodyguard









আমরা সবাই জানি বডিগার্ডের কাজ কী? আমাদের দেশে এই কাজকে দারোয়ান বরকন্দাজ বলে নিচু চোখে দেখা হলেও উন্নত দেশগুলোতে এর হাই ডিমান্ড আর পেশাগত বনেদীতে এক নম্বরে আছে।

সবার আগে নিরাপত্তা, এই মটোকে সামনে রেখে ওয়েষ্টার্ন ওয়ার্ল্ড অন্য কিছু ভাবে, তাইতো তারা এর পেছনে খরচ করতে পিছপা হয়না। আর এ জন্য এসব লোককে ওরা বেছে নিতে প্রাধান্য দেয় মিলিটারী,স্পেশাল ফোর্সেস বা গভর্ণমেন্টাল ইন্টিলিজেন্স এর তকমাওয়ালা ব্যাকগ্রাঊন্ডের অভিজ্ঞজনদের।

আর এজন্য ওদের বেতন শুরু হয় ১৮০,০০০ (এক লাখ আশি হাজার) ইউএস ডলার বছরে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০

হেডস্যার বলেছেন:
ফোন সেক্স অপারেটর !! :-B
নাউজুবিল্লাহ ! :|

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩

রেজা রাজকুমার বলেছেন: বুঝলেন কেমনে ভাই?
কোন অভিজ্ঞতা?

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ফোন সেক্স লাইন অপারেটর !!!!!!!!

আসতাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ !

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

রেজা রাজকুমার বলেছেন: ইননাল্লাহা গাফুরুর রাহীম।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি কিচ্ছু বুঝি নাইক্যা।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

রেজা রাজকুমার বলেছেন: তাইলে আপনার চাকরীর বয়স এহনো হয় নাইক্যা :p :p

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮

ঢাকাবাসী বলেছেন: জানলুম, ভাল লাগল ।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১

রেজা রাজকুমার বলেছেন: শুনলুম অতঃপর ধন্যবাদ দিলুম !!

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

সেতু আমিন বলেছেন: আমার ৫টা বডিগার্ড লাগবো। কই পামু।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০

রেজা রাজকুমার বলেছেন: খাড়ান ...। সালমান খান রে খবর দিতাছি !!

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮

লিংকন১১৫ বলেছেন: আমি কিচ্ছু পড়ি নাইগা ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.