| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজপথগুলো পাশ ফিরে শোয়।
হাই তুলতে তুলতে আমি আবারও ঘুমিয়ে পড়ি।
আজন্ম ঘুমন্ত জাতি জেগে থাকার ভান করে।
ঘুমের ঘোরে এপাশ ওপাশ করতে থাকে আমার দেশ।
আমার মাতৃভূমি।
শেষবারের মত জেগে উঠেছিলাম একাত্তরে।
তোমার ডাক শুনে ঘুম ভেঙ্গেছিল রাজপথের।
দুঃস্বপ্ন থেকে মুক্তির নেশায় জাগ্রত ছিল আমার জন্মভূমি।
কিন্তু....কিন্তু সবাই আবার ঘুমিয়ে পড়েছে।
ঘুম ভাঙ্গানোর মানুষটাই তো আজ গভীর ঘুমে আচ্ছন্ন।
২|
১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
মৃন্ময় অবয়ব বলেছেন: ধন্যবাদ। কবিতাটা পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২০
কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।