| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রচন্ড অভিমান নিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করে (সিরিয়াসলি)। কিন্তু সাহসে কুলায় না। ভয় হয়। কেউ আমার অভিমানের দাম দেবে তো? অভিমান ভাঙ্গাতে কেউ কি আমাকে খুঁজতে বের হবে নিরুদ্দেশের পানে?
.
এসব প্রশ্নের উত্তর আমার কাছেই আছে। আমি জানি, হারিয়ে গেলে আমাকে খোঁজার মত কেউ নেই।
.
এই শূণ্যতাই আমাকে আরো উদাসীন করে তোলে। সবকিছু ফেলে জনমানবশূন্য প্রান্তরে ছুটে যেতে ইচ্ছে করে। সমুদ্রপাড়ের নোনাবালির পথটা আমায় প্রতিদিন ডাকে। মনটাও সায় দেয়। ঐ পথ ধরে হাঁটতে হাঁটতে দিগন্ত অতিক্রম করতে ইচ্ছে করে।
.
আমার ফেলে যাওয়া পদচিহ্নগুলি মুছে দেবে সমুদ্রের ঢেউ। যাতে কেউ জানতে না পারে আমি কোনদিকে গেছি।
আমি কোথায় আছি।
২|
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: এত অভিমান আর হতাশা কেন ভাই!!
জীবনের অনেক জানালা খোলা আছে!!!
৩|
১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
মৃন্ময় অবয়ব বলেছেন: অভিমান করতে চেয়েছিলাম। সাধ জেগেছিল। কিন্তু অভিমান আর করতে পারলাম কোথায়। কিছু মানুষের জন্য অভিমান করাটাও বোধহয় বিলাসিতা। ধন্যবাদ মোস্তফা সোহেল।
৪|
১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
মৃন্ময় অবয়ব বলেছেন: ধন্যবাদ কামরুন নাহার বিথী আপু।
অ্যাকচুয়্যালি আমার অভিমান নেই। যার অভিমান ভাঙ্গানোর মানুষ নেই , তার জন্য অভিমান জিনিসটা বড্ড বেমানান।
আর আমার একটা ভ্রান্ত ধারণা যে, আমাকে কেউ অবহেলাও করে না। এরূপ অযথা ভাবনার কারণে কিছুটা হতাশ আমি।
তবে 'জীবনের অনেক জানালা খোলা'- কথা এই প্রথম শুনলাম। ভালো লাগলো। শুভ সন্ধ্যা।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪০
মোস্তফা সোহেল বলেছেন: অভিমান করে কোন লাভ নেই। আসলে অভিমান করলে তাতে কষ্টটা নিজেরই বেশি হয়