নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই এই জগতের একমাত্র আমার মত......

মৃন্ময় অবয়ব

নিজের চড়কায় তেল দেই

মৃন্ময় অবয়ব › বিস্তারিত পোস্টঃ

আঁধারের খোঁজে

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৬

পৃথিবীর সব আলো উপভোগ করো তোমার মত করে। ইচ্ছেমত জোসনা মাখো। চাঁদের মাঝে যার চেহারা খুশি কল্পনা করো। আপত্তি নেই। চোখ ধাঁধাঁনো আলোর প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমাকে শুধু তোমার অন্ধকারের ভাগ দিও। এই অমাবস্যায় তোমার পাশে একটুখানি জায়গা দিও। তোমার সাথে হারিয়ে যেতে চাই অন্তহীন অন্ধকার পথে। যেখানে থাকবে না কারো দেখে ফেলার ভয়।
রাতের সাথে পাল্লা দিয়ে অন্ধকার বাড়বে। তোমার খোপার ফুলটা আমাকে মাতাল করে তুলবে রীতিমত। এই গাঢ় অন্ধকারেও আমি চোখ মেলে থাকবো তোমাকে দেখার জন্য। অপ্রাসঙ্গিক আলাপচারিতার শুরুটা তুমিই করবে। হঠাৎ করেই নিরবতা ভেঙ্গে বলবে,
-আমার ভয় করছে।
-ভয়! কিসের ভয়?
-অন্ধকারের ভয়। আমি অন্ধকারকে ভীষণ ভয় পাই।
-ভয় পেও না। আমি আছি তো।
-আমার কাছে এসো। আমার ভয় করছে।
-....
-.....
.
আমি তোমার খুব কাছে বসে আছি। তোমার কাঁপাস্বরের আবেদন উপেক্ষা করার ক্ষমতা আমার নেই। অথচ জীবনের সেরা মুহুর্তটি নিজের চোখে দেখতে পারছি না। অন্ধকারেই ঢাকা পরে রইল। এই দৃশ্য দেখতেও চাই না। বরং আমি আরো অন্ধকার চাই। যত বেশী অন্ধকার হবে আমি তত বেশী তোমার কাছে আসতে পারব। এই অন্ধকারপর্ব যেন কখনো শেষ না হয়। অন্ধকার ছাড়া যে তোমার কাছে আসার আর কোনো অজুহাত নেই আমার।
.
একটু পরেই ভোর হবে। তুমি পা বাড়াবে চোখ ধাঁধাঁনো আলোর জগতে। যেখানে তোমার মনে পড়বে না অন্ধকারে দেখা কোনো নিশাচরের মুখ। তবুও যদি কোনো অমাবস্যায় তোমার ভয়্টা বেড়ে যায় মনে মনে একবার হাত বাড়িয়ে দিও। আমাকে খুঁজে পাবে। কথা দিলাম। অন্ধকারে কেউ মিথ্যা কথা বলে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.