নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই এই জগতের একমাত্র আমার মত......

মৃন্ময় অবয়ব

নিজের চড়কায় তেল দেই

মৃন্ময় অবয়ব › বিস্তারিত পোস্টঃ

হিংসা

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৪

সুযোগ পেলেই দস্যি বাতাস তোমার চুলে আঙুল বুলিয়ে পালিয়ে যায়। অথচ আমাকে স্পর্শ করতে দাওনি একবারও। আজকাল বাতাসকে খুব হিংসা করি।
আমি তোমার পথচলার সঙ্গী হতে চেয়েছি। কিন্তু তুমি বেছে নিলে ঐ বিশ্রী ছায়াটাকে! ও কি আমার চেয়েও ভাল সঙ্গী? তোমার ঐ কালো ছায়ার প্রতি ভীষণ হিংসা হয়।
আমার দৃষ্টি থেকে পালাতে যে পোশাকের আড়ালে তুমি শরীরের দৃশ্যাবলী লুকিয়ে রাখো, সে পোশাক কিন্তু তোমাকে ঠিকই দেখে। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে সে উপভোগ করে তোমার সর্বাঙ্গীণ কোমলতা। খুব ভাল লাগে, তাই না! তুমি হয়তো জানো না, আকাশগঙ্গা থেকে পালিয়ে বেড়ানো নীহারিকাও ঠিকই ধরা দেয় অন্যকোথাও।
প্রতিরাতে জেগে থাকা দম্পতিরা অপবিত্র হতে ব্যস্ত হয়ে পড়ে। তখন একা বিছানায় তুমি কোলবালিশটাকে নিজের ষোলআনা বুঝিয়ে দিয়ে ঘুমাতে যাও। তোমার হৃদস্পন্দন শুনতে শুনতে সে হঠাৎ জেগে ওঠে। তোমার আলিঙ্গনে থেকে সে আমায় বুড়ো আঙুল দেখায়। আচ্ছা, কী আছে এই কোলবালিশের মাঝে? কী পাও তুমি? তোমার ঐ চরিত্রহীন কোলবালিশটাকেও প্রচণ্ড হিংসা করি।
ইদানিং খুব হিংসুটে হয়ে যাচ্ছি। তোমার ঠোঁটে লেগে থাকা লিপস্টিক, চোখের কাজল, খোঁপার ফুল, হাতের চুড়ি সবকিছুতেই হিংসা হয়। তোমার আঙিনায় দাড়িয়ে থেকে তোমার ঘরে আশ্রিত তেলাপোকা, টিকটিকি, ছারপোকা, মাকড়সা সবাইকে হিংসা করি।
শুধুই হিংসা করি।
শুধু শুধু হিংসা করি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: দারুন লিখেছেন কবি,দারুন।


চমৎকার ।শুভ কামনায়, , , , , ,

২| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১০

মৃন্ময় অবয়ব বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
অনেকদিন পর লিখলাম।
আপনাদের সাথে আরো যুক্ত হয়ে চাই।

৩| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: আকাশগঙ্গা থেকে পালিয়ে বেড়ানো নীহারিকাও ঠিকই ধরা দেয় অন্যকোথা
-- এই একটা লাইনই ভালো লেগেছে

৪| ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৮

মৃন্ময় অবয়ব বলেছেন: সামান্য ভালোলাগাটুকুও তুলে ধরেছেন :)
অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.