![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ম্লেচ্ছ, সন্ন্যাসী, যাযাবর।
শ্রাবন্তী সাহা
—মোবায়দুল সাগর
ইছামতির কচুরিপানায় ভেসে যাচ্ছি—ভেসে যাচ্ছি অনেকদূরে
সন্ধ্যার মত ঘনিয়ে আসছে চন্দ্রবোড়ার বিষ আমার শরীরে
মোবাইল তরঙ্গে পথ ভোলা মৌমাছির ন্যায় আমি যাচ্ছি
তোমাকেই খুঁজছি শ্রাবন্তী সাহা আমি তোমাকেই খুঁজছি।
কোটি-কোটি সৌরবর্ষ পার করেও আমি ক্ষান্ত হয়নি
তোমার গৌরবর্ণ মুখখানা আমার হৃদয়ের জমিনে—
কচি ধানের মত বপন করা—ভেসে যাচ্ছি তাও ভূলিনি
কিভাবে ভূলি তোমাকে শ্রাবন্তী সাহা বলো কিভাবে ভূলি
যেন চরেরমাঠ পেরিয়ে আমি আঙ্গরাইলের দিকে
তোমাকে দেখলাম লাল পেড়ে সাদা শাড়ি পরে আছো দাঁড়িয়ে
হাতে শাঁখা-বালা, খোলা চুলের সিঁথিতে গাঢ় সিঁদূর রাঙিয়ে
আমাকে ফাঁকি দিয়ে শ্রাবন্তী সাহা আমাকে ফাঁকি দিয়ে।
©somewhere in net ltd.