নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি প্রবাসী তাই থাকি সব সময় অখুশী।

মোবারক

বলার মতো তেমন কিছু করতে পারিনি

মোবারক › বিস্তারিত পোস্টঃ

প্রবাসী বাবার চোখ ঝাপসা হয়ে এলো।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৩


আমার কন্যা মোবাইল ট্যাবের ভিতর টমের সাথে নিজে নিজে কথা বলতেছিল,আমি তখন তার আম্মুর সাথে কথা বলতেছিলাম,হঠাৎ আমার মেয়ে টম কে জিজ্ঞাসা করলো আমার আব্বু কেমন আছেন বল,টম উত্তর দিচ্ছে না কেন টম কে মারতে মারতে নিজের হাত লাল করে পেলেছে।পরে তার আম্মু তাকে শান্ত করে। একটা ছবি তুলে পাঠিয়েছে আমার জন্য।প্রবাসে এক কন্যার প্রতি পিতার ফোটা অশ্রুকণারর বিপরীতে আর কিইবা আছে দেবার।মা তুমি ভাল থেকো।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৫

প্রামানিক বলেছেন: হৃদয় ছোঁয়া ঘটনা। ধন্যবাদ

২| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৮

আহমেদ জী এস বলেছেন: মোবারক ,



প্রবাসী এক পিতার হাহাকার মন ছুঁয়ে গেলো ।
সুখে থাক , ভালো থাক আপনার এই মিষ্টি কন্যাটি ।

৩| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১২

বিজন রয় বলেছেন: ভাই আপনি দেশে আসুন। এসে এখানেই কিছু একটা করুন। এভাবে সন্তানদের দুরো রাখা ঠিক নয়।

৪| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৮

আবদুল্লাহ সাফি বলেছেন: এ কথা ভেবেইই ত। প্রবাস ত্যাগ করলাম।

ধন্যবাদ

৫| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পারিনিরে ভাই। অনেক চেষ্টা করেছিলাম দেশে থাকতে পরিবারের সাথে। হলো না কিছুই। প্রবাসে টাকা আছে, কিন্তু পরিবার নাই, মনের সুখ নাই। আদৌ এই জীবনে ফেরত যাবো কিনা তাও জানি না। কারণ, দেশে কী করবো?

৬| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৪

ডায়নামিক ইকবাল বলেছেন: পরিবারের সবার জন্য শুভ কামন।

৭| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৬

ফারিহা নোভা বলেছেন: কষ্টদায়ক :(

৮| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৯

এরশাদ বাদশা দ্যা ওয়ারিয়র বলেছেন: এরচে কঠিন কোন জীবন হতে পারেনা। সাতটা বছর প্রবাসে কাটিয়েছি....ওমুখো হতেই ইচ্ছে করেনা আর। আমার যমজ দুই আত্মজাকে সবসময় আমার কাছে রাখি। আমার দুই মেয়ে আমার দুই কিডনীর চেয়েও বেশি আমার কাছে। কম কামাই করছি, বাট ওই দুই ফেরেশতার সাথে কাটানো সময়গুলো আমার কাছে কোটি টাকার চেয়েও মূল্যবান।

৯| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫০

এন.আর মাহমুদ বলেছেন: শুভ কামনা রইলো....আপনার ও আপনার বাবা ভক্ত ছোট্ট মেয়ের প্রতি।

১০| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৭

অমিয় অমি বলেছেন: শুভ কামনা রইল আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য

১১| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৭

মোবারক বলেছেন: ধন্যবাদ সবাইকে । সময়ের অভাবে আসতে পারিনি বলে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আরও কত বৎসর কামলা দিতে হবে আল্লাহ্‌ ভালো জানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.