নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখতে দেখতে বিবাহিত জীবনের ৪টি বছর একসাথে পার করে ফেললাম। মনে হচ্ছে যেন এইতো সেদিন দুজনে কবুল বললাম। আজ কিছুটা স্মৃতিকাতর হয়ে যাচ্ছি যেন। আমাদের বিয়ের তারিখটি ছিলো সুন্দর - ২৪/০৯/২০১২।
চার বছর পূর্বে এই দিনে আমার জীবনের সাথে জড়িয়ে গিয়েছিল আর একটি জীবন। জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি পর্যায়ের,দুটির স্বাদ নিয়েছি। বাকিটা পর্যন্ত আমরা দুজন যেন হাতে হাত রেখে চলতে পারি - সবার কাছে এই দোয়া চাচ্ছি।
এক কন্যা সন্তানের বাবা আমি, মেয়ের জন্য দোয়া চাই।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫১
মোবারক বলেছেন: ধন্যবাদ ব্রো,ভুলে গিয়েছিলাম বলতে।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৯
ধ্রুবক আলো বলেছেন: আপনার পরিবার, মেয়ে, এবং আপনার জন্য অনেক দোয়া রইলো সব সময়, ভালো থাকবেন
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৬
রক্তিম দিগন্ত বলেছেন:
বিবাহ বার্ষিকীর অভিনন্দন। আনন্দে কাঁটুক সময়টা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০১
মোবারক বলেছেন: ধন্যবাদ দোয়া করবেন
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৭
সুমন কর বলেছেন: তারিখটি ছিলো সুন্দর < কিন্তু কেন, সেটি বলেন নি !!
অভিনন্দন !!!!