নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণত সে এমন ঝুঁকিপূর্ণ কাজ করে না, সে কাজ করে নিছে। মেয়েটা বড় হয়েছে, বাবাজি এই মাসে যেভাবে হোক আমকে আইফোন কিনে দিতে হবে। যদি আইফোন কিনে না দাও তাহলে পরিক্ষা দিবো না। বাবা চিন্তা করতেছে আইফোন কিনে দিবো ক্যোঁততেকে বেতন এতা পাইনা তিন হাজার। কিছু ওভার টাইম করতে হবে , তখন একজনে অফার দিয়েছে এককাজ কর, বিল্ডিং একটার কাজ আছে তবে রিস্ক আছে। তখন সে রাজি হয়ে যায়।
আমরাতো জানিনা , এই ধরণের কত ঝুকিপূর্ণ পেশার সাথে মানুষ, হয়তো বা তার প্রিয় পরিবারের ভালোবাসার মানুষ গুলোর দাবী পূরণ করতে কত ঝুকিপূর্ণ কাজ প্রবাসীরা করে। জাস্ট কিছু বার্তি পয়সার জন্য, কিছু দাবী মেটানোর জন্য, কিছু ধার শোদ করার জন্য।
আমি চলতি পথে ছবিটি তুলেছি। আমার মনে হয়েছে এই যে ঝুকিপূর্ণ কাজটি করেতেছে, এর পিছনে তার কোন ভালোবাসার দাবী আছে ,তার কোন দেনা আছে , অথবা কিছু নেই শুধুমাত্র ভাত খাওয়ার জন্য সে এই কাজ করছে। তার পরিবার খাবে সে একা খাবে না। প্রবাসীরা ঝূকি নিচ্ছে তার পরিবারে জীবন বাঁচানোর জন্য।
ছবি- তাহলিয়া, জেদ্দা। সৌদিআরব
০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৩
মোবারক বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন: এই ধরনের মানুষকে আমি সম্মান করি। তারা কর্ম করে খায়। দালালি বা চাটুকার নয়।
০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪
মোবারক বলেছেন: আমি আপনার লেখার নিয়মিত পাঠক ভাই। ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৯:০৮
কথার ফুলঝুরি! বলেছেন: এর চেয়ে ঝুঁকিপূর্ণ কিছু পেশার ভিডিও দেখেছি । খারাপ লেগেছে দেখে খুব । পেটের দায়ে কঠিন বাস্তবতা ।