নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি প্রবাসী তাই থাকি সব সময় অখুশী।

মোবারক

বলার মতো তেমন কিছু করতে পারিনি

মোবারক › বিস্তারিত পোস্টঃ

গৃহকর্মী সুমি আক্তার ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে দেশে ফিরবেন

১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সৌদি আরবে বাংলাদেশী গৃহকর্মী সুমি আক্তারকে গত ০৪ নভেম্বর বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা ও নাজরান পুলিশ প্রধান এর প্রচেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়,কিন্তু শঙ্কা তৈরী হয় সুমি’র দেশে যাওয়া নিয়ে,সুমির নিয়োগকর্তা সৌদি কফিল সুমি কে সৌদি তে আনায়ন বাবদ খরচ কৃত (২২.০০০)বাইশ হাজার সৌদি রিয়্যাল দাবি করেন,অন্যথায় তিনি সুমি কে ফাইনাল এক্সিট বা দেশে যাওয়ার অনুমতি দিবেন না,
এরি প্রেক্ষিতে আজ রবিবার বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা থেকে প্রথম সচিব কে এম সালাহ উদ্দিন সাক্ষরিত এক জুরুরি বিজ্ঞপ্তিতে জানা যায়,নাজরান শহরের শ্রম আদালতে জেদ্দা কনস্যুলেট এর প্রতিনিধির উপস্থিতিতে সুমি আক্তারের বিষয়টির শুনানি হয়,এতে সুমির নিয়োগ কর্তার দাবিকৃত ২২হাজার সৌদি রিয়্যাল ফেরত দেয়ার বিষয় টি না মঞ্জুর হয়,পাশাপাশি কনস্যুলেট এর অবদানের পরিপেক্ষিতে সুমি কে তাৎক্ষণিক দেশে প্রেরণ বা ফাইনাল এক্সিট এর বিষয়টি মঞ্জুর হয়.

সুমি কে জেদ্দা কনস্যুলেট এর প্রচেষ্টায় ওয়াজ অনার্স কল্যাণ বোর্ড ঢাকার অর্থায়নে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে,ধারণা করা হচ্ছে শীঘ্রই নিজ দেশে ফেরত যাবেন সুমি আক্তার

এর আগে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এর একটি টিম নাজরানে সুমি আক্তার এর সাথে দেখা করেন,এই সুমি কনস্যুলেট ও বাংলাদেশ সরকারকে তাকে দ্রুত উদ্ধার করে ধন্যবাদ জানান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে জন্ম নেওয়াটাই পাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.