নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মা যখন আমাকে লাইভে দেখে আর বলে আমার ছেলে আমাকে দেখেছে। প্রবাসী সন্তানের জন্য মায়ের কত ভালোবাসা এই কথা থেকে বুঝা যায়।
মা' কে সরাসরি দেখেনি গেল ৩ বৎসর , বর্তমান করোনা মহামারিতে মা' নিজের কথা না ভেবে সারাক্ষণ খবর দেখে প্রবাসে থাকা দুই ছেলে কেমন আছে । কেমন কাটছে তাদের জীবন, টাকা পয়সা আছে নাকি , না খেয়ে আছে মনে হয় আমার ছেলেরা। মা' কে তেমন পাওয়া যায় না, কারণ মায়ের মোবাইল তাঁর নাতিরা গেম খেলে চার্জ শেষ করে আস্তে করে ফেলে রাখে।
আমি আমার মা'কে অনেক কষ্ট দিয়েছি। ক্ষমা করে দিও মা। এই মহামারিতে যদি চলে যাই । কেয়ামতের দিন এই সন্তান কে ঠাই দিও । আমার একটা ঘর দেখার স্বপ্ন তোমার জানিনা সেই স্বপ্ন তুমি জীবিত থাকতে পূরণ করতে পারবো কিনা ।
মা' আমি ভালো আছি, আজ অনেক বার মোবাইলে ট্রাই করেছি কল যায় না, মনচুর কে মেসেজ দিয়েছি সে মাঠে । আব্বাও কল ধরেনি। ভালো থেকো মা।
২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৫
মোবারক বলেছেন: সৌদিআরবের জেদ্দায়
২| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৫
রাজীব নুর বলেছেন: যেখানেই থাকুন। ভালো থাকুন। মাকে আপনার কাছে নিয়ে যান পারলে।
২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩২
মোবারক বলেছেন: সেই তৌফিক হলে ,ইনশা আল্লাহ নিয়ে আসবো।
৩| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৭
নেওয়াজ আলি বলেছেন: সবাইকে যেন সুস্থ রাখে আল্লাহ ।
২২ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৫০
মোবারক বলেছেন: আমীন।
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪০
শুভ্র মিহির বলেছেন: আপনি কোন দেশে আছেন