নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেদ্দা লোহিত সাগর তীরে তোলা ছবি ।
প্রবাসে এসেছি একযুগের পেরিয়েছি , এই প্রথম নিজের জন্য এতো টাকা খরচ করেছি । দীর্ঘ এই প্রবাস জীবনে তেমন কোন বড় ধরণের অসুস্থ হয়নি । মার্চ মাসের প্রথম থেকে শরিল টা ভালো যাচ্ছে না । এইদিকে ইনস্যুরেন্স ও নেই আমার । এই দেশে ইনস্যুরেন্স বিহীন চিকিৎসা অনেক ব্যয়বহুল। এই ভয়ে যাচ্ছিও না হাসপাতালে ডক্তার দেখাতে । ১৯।০৩।২০২২ তারিখে গেলাম। একে একে আমাকে তিনজন ডাক্তার দেখাতে হয়েছে । বেশীরভাগ পরিক্ষা দিয়েছে যা অনেক ব্যয়বহুল , সব গুলো পরিক্ষা করে নিলাম।
এইদিকে টাকার জন্য মায়াও হচ্ছে । নতুন নিয়মে চলতে হবে খাওয়া দাওয়ার বিষয়ে কিছু নিষেধজ্ঞা । ছোট থেকে একটি সমস্যা যা এখন বড় আকার ধারন করেতেছে, অপারেশন করতে হবে । এইদেশে অনেক খরচ ইন্ডিয়ান ডাক্তারের পরামর্শ নিজ দেশে গিয়ে করলে ভালো হবে । সুস্থ শরিল নিয়ে চলাফেরা করতেছি । কিন্তু ভিতরে ভিতরে এই অবস্থা ।
কত প্রবাসী কাজ আর কাজ করতে করতে
নিজের খেয়াল না করে সুন্দর এই পৃথিবী
থেকে কত স্বপ্ন বুকে লালন করে
একদিন চলে যায় ।
২১ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৭
মোবারক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২| ২১ শে মার্চ, ২০২২ সকাল ৯:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার সুস্থ্যতা কামনা করছি।
২১ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৮
মোবারক বলেছেন: দোয়া করবেন। ভাইয়া
৩| ২১ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৮
নতুন বলেছেন: সবার আগে নিজের স্বাস্হ তারপরে অন্যের জন্য কাজ অথবা সন্চয়।
আপনার সুস্থ্যতা কামনা করছি।
২১ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৮
মোবারক বলেছেন: ধন্যবাদ ভাইয়া, সুন্দর পরামর্শ জন্য।
৪| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৬
অপু তানভীর বলেছেন: সব কিছুর আগে নিজেকে প্রাধান্য দিবেন ! সব কিছুর আগে ! এমন কি সে নিজের পরিবার থেকেও ।
নিজের জন্যই সবার আগে টাকা খরচ করবেন । নিজে সুস্থ থাকার জন্য ভাল থাকার জন্য যা প্রয়োজন সব কিছু করবেন !
দ্রুত সুস্থ হয়ে উঠুন !
২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩১
মোবারক বলেছেন: ধন্যবাদ , সুন্দর মন্তব্য ভাইয়া ।
৫| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন
নিজের খেয়াল রাখবেন। শরীরই যদি সুস্থ না থাকে তাহলে টাকা কামিয়ে লাভ কী।
৬| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৫৮
নতুন নকিব বলেছেন:
প্রবাসীরা অনেক কষ্টে অর্থোপার্জন করেন, এটা ঠিক। কিন্তু তাদের কাউকে কাউকে দেখেছি, প্রচন্ড হিসেবের মধ্যে দিয়ে যান তারা। কোন দিক থেকেই অতি বাড়াবাড়ি ভালো না। প্রয়োজন দেখা দিলে অবশ্যই খরচ করতে হবে।
দয়া করে আপনি যেখানে সুবিধা পান, আগে আপনার চিকিৎসা নিশ্চিত করে নেন। সুস্থতা নিয়ে বেঁচে থাকলে অর্থ হবে। তা দেশে থাকুন অথবা বিদেশে। চিন্তামুক্ত থাকা সুস্থতার অন্যতম উপাদান। আগে চিকিৎসা নেন। ইনশাআল্লাহ যাতে দ্রুততার সাথে সুস্থ হতে পারেন, আপনার জন্য দোআ করছি আমরা।
ধন্যবাদ।
২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
মোবারক বলেছেন: সব কথা বলা যায় না , বলতে গেলে নিজের উপরেও আসে । পরিবার , বিদেশ , বউ , সন্তান প্রবাসীরা নিজের দিকে খেয়ালে করে না। দোয়া করবেন ।
৭| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ১:৪১
বাকপ্রবাস বলেছেন: আপনার সাথে অনেক আগে ফেইসবুকে টুকটাক কথা হয়েছে, ব্লগে আছেন সেটা খেয়াল করিনি। সুস্থ্যতা কামনা করি
২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
মোবারক বলেছেন: আসসালামু আলাইকুম ভাইজান । আপনেও সৌদি আরবে আছেন জানি । জেদ্দায় আসলে কল দিয়েন ভাই ।
৮| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৮
রাজীব নুর বলেছেন: অসুখ বিসুখ সবারই হয়। মন খারাপ করবেন না।
দেশে আসুন । চিকিৎসা করান। অথবা কলকাতা থেকে অপারেসন করাতে পারেন।
২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪০
মোবারক বলেছেন: আমি আপনার লেখার খুবেই ভক্ত ভাইয়া , মাঝেমধ্য চুরিও করি । দোয়া করবেন ।
৯| ২১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১১
মিরোরডডল বলেছেন:
মেয়েকে নিয়ে লেখা মমতাময় প্রবাসী বাবার একটি পোষ্ট পড়েছিলাম, যদিও কমেন্ট করা হয়নি ।
সেই কিউট মেয়েটির বাবা সুস্থ হয়ে উঠুক ।
সামু একটা পরিবারের মতো । সবাই কাছের মানুষ ।
কোনরকম সহযোগিতার প্রয়োজন হলে এখানে জানালে, আমি নিশ্চিত আমরা অনেকেই পাশে থাকার চেষ্টা করবো ।
২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪১
মোবারক বলেছেন: সালাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে ।
১০| ২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১২
রিফাত হোসেন বলেছেন: আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাল্লাহ অচিরেই সুস্থ্য হয়ে যাবেন।
আর প্রবাসে থাকলে ও মোটিমোটি কাজ পেলে প্রথমেই স্বাস্থ্য বীমা করে নিবেন। অনেকেই এই ধরনের ভুল করেন।
ভাল হয় ভারতে গিয়ে চিকিৎসা নিলে। দেশের ভিতর অনেকের অভিজ্ঞতা ভাল নয়। তবে আপনি চাইলে ঢাকার সি.এম.এইচ এ দেখাতে পারেন।
২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
মোবারক বলেছেন: দেশের অভিজ্ঞতা আমার ও ভালো না । ৫ বছর আগে একজন নামকরা ডাক্তার আমার পকেট খালি করে দিয়েছে পরিক্ষা দিয়ে। কিছুদিন আগে সংসদ সদস্য হয়েছে । সে একটা রিপোর্ট ও দেখিনি । আমি পরে টাকা হাওলাত করে বাড়িতে গেছি । অপারেশনের টাকার কথা শুনে আর সেই অপারেশন করা হয়নি।
১১| ২২ শে মার্চ, ২০২২ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি আপনার লেখার খুবেই ভক্ত ভাইয়া , মাঝেমধ্য চুরিও করি । দোয়া করবেন ।
এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। অতি কঠিন রোগও বিজ্ঞানের কাছে কোনো ব্যাপার না। তবে টাকা খরচ করতে হবে। তবেই উন্নত চিকিৎসা পাবেন।
আমার লেখা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন। আমাকে বলারও দরকার নেই। আপনার ভালো লেগেছে এটাই বড় কথা। তাতেই আমি খুশি।
১২| ২২ শে মার্চ, ২০২২ রাত ৩:১৭
নেওয়াজ আলি বলেছেন: আপনার সুস্থতা কামনা করি। আল্লাহ সহায় হোন
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০২২ সকাল ৮:৫৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: দোয়া করি দ্রুত সুস্থ্য হয়ে উঠুন।