নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি প্রবাসী তাই থাকি সব সময় অখুশী।

মোবারক

বলার মতো তেমন কিছু করতে পারিনি

মোবারক › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন পূরণের আগে ফাহিমের বিদায়

২১ শে মার্চ, ২০২২ রাত ৮:৩২


ফাহিমের ছবি পাসপোর্ট থেকে নেওয়া

ডিউটি শেষ করার কিছু সময় আগে কল আসে জেদ্দার এক বড় ভাইয়ের এলাকার ভাতিজা একটা মারা গেছে গতকাল রাতে । কাগজপত্র কি কি লাগবে এইখানে মাটি দিবো । ডিউটি শেষে তাদের কাছে মৃত ফাহিম খানের বিষয়ে জানতে গিয়ে চোখে জল এসে যায় । গতকালে সে ইকামা হাতে পায় । স্বপ্ন পূরণের জন্য অল্প বয়সে সৌদি আরবে আসেন মুন্সীগঞ্জ টংগিবাড়ী উপজেলা ফাহিম খান (২০) । কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ১৪ দিনের মাথায় বাসায় মৃত্যু বরণ করেন । তার চাচা জানায় , অনেক উদ্যমী ও কর্মঠ। স্বপ্ন পূরণের জন্য আমার ভাতিজা সৌদি আরবে এসেছিল । কিন্তু স্বপ্ন পূরণের আগে স্বপ্নের মৃত্যু হলো।

আবার এমনও প্রবাসী আছে জীবনের সোনালী সময়ের প্রবাসে কাটিয়ে দেয় স্বপ্ন পূরণের আসায় । ফাহিম মতো এমন অনেক প্রবাসী কেও স্বপ্নের কাছাকাছি গিয়ে দুনিয়া থেকে বিদায় নেয় । ডেথ সার্টিফিকেট সাইন করতে গিয়ে সরকারি অফিসারাও আবেগ আপ্লুত হয়ে পড়েন।

ভালো থাকুক
সকল প্রবাসী


মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২২ রাত ৯:২৭

হাসান মাহবুব বলেছেন: খুবই দুঃখজনক।

কীভাবে মারা গিয়েছিলো সে?

২১ শে মার্চ, ২০২২ রাত ১০:০৩

মোবারক বলেছেন: অসুস্থ ছিল কয়েকদিন হাসপাতালে থেকে বাসায় নিয়ে আসার দুইদিন পরে মৃত্যু হয়।

২| ২১ শে মার্চ, ২০২২ রাত ৯:৫০

শায়মা বলেছেন: ফাহিমের জন্য অন্তর থেকে দোয়া রইলো।
কিন্তু হঠাৎ মারা গেলো কিভাবে?

২১ শে মার্চ, ২০২২ রাত ১০:০৩

মোবারক বলেছেন: অসুস্থ ছিল কয়েকদিন হাসপাতালে থেকে বাসায় নিয়ে আসার দুইদিন পরে মৃত্যু হয়।

৩| ২১ শে মার্চ, ২০২২ রাত ১০:২২

মরুর ধুলি বলেছেন: সকল প্রবাসীকে আল্লাহ হেফাজতে রাখুন। ফাহিমের জন্য দুয়া রইল।

৪| ২২ শে মার্চ, ২০২২ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: আহারে---

৫| ২২ শে মার্চ, ২০২২ রাত ১:১২

নূর আলম হিরণ বলেছেন: প্রবাসে প্রবাসী শ্রমিকের মৃত্যু হলে লাশ আনতে হলে অনেক ঝামেলা পোহাতে হয়। বাংলাদেশ কনস্যুলেট অফিস এই ব্যাপারে সহযোগিতা করার ক্ষেত্রে অনেক উদাসীন হয়।
ফাহিম ও তার পরিবারের জন্য সমবেদনা রইল।

৬| ২২ শে মার্চ, ২০২২ সকাল ১০:০২

আহমেদ জী এস বলেছেন: মোবারক,



দুঃখজনক!
যে স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে প্রবাসীরা খাটতে খাটতে জীবন-প্রান দিয়ে ফেলেন , সে স্বপ্ন তাদের প্রায়ই অধরা থেকে যায়। তাদের এই কষ্ট কি আমরা অনুভব করতে পারি?

যে সংসারের সুখের জন্যে ফাহিম তার জীবন দিয়ে গেছেন , সে সংসার যেন স্বচ্ছল থাকে তার অবর্তমানেও।
ফাহিমের আত্মার শান্তি হোক!

৭| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৪

নীল আকাশ বলেছেন: হায়রে জীবন!

৮| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৪

ফয়সাল রকি বলেছেন: খুবই দুঃখজনক।

৯| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তাকে জান্নাতে ঠাঁই দিন। শোক সন্তপ্ত পরিবারের সহায় হোন আল্লাহ্

১০| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৯

তানজীল ইসলাম বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তাকে জান্নাতে ঠাঁই দিন। শোক সন্তপ্ত পরিবারের সহায় হোন আল্লাহ্ (আমিন)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.