নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৌদি আরব রিয়াদ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার দুই জমজ সন্তান তাদের বয়স যখন ২১ দিন তাদের বাবা ইন্তেকাল করেছে সড়ক দুর্ঘটনায়। আমি এখনো সজাগ আমার সন্তান কি জামা কাপড় পড়বে দেখার জন্য। তখনেই মনে পড়লো সোহাগের কথা সেও হয়তো এখন আমার মতো অপেক্ষায় থাকতো তার সন্তাদের দেখার জন্যতখনেই মনে পড়লো সোহাগের কথা সেও হয়তো এখন আমার মতো অপেক্ষায় থাকতো তার সন্তাদের দেখার জন্য, আজ ঈদ।
বাবার আদর বিহীন প্রবাসী'র দুই সন্তান বড় হবে। থাকবে না তাদের বাবার সাথে কোন ছবি। আমি জীবত বাবা হয়েও আমার সন্তানেরা ঠিকমতো তারা কথা বলে না। কারণ বাবা তাদের পাশে নেই। ভিডিও কলে দেখে। এটা আবার কেমন বাবা হয়তো তারা বলে।
প্রবাসী সোহাগের সন্তানদের কথা চিন্তা করতেছি কেমন যাবে তাদের জীবন। কারণ প্রবাসী কোন ভাতা ব্যবস্থা নেই। আত্নীয় স্বজন কয়দিন দেখবে।
উপজেলা প্রশাসন কি নিজ উদ্যোগে একজন রেমিট্যান্স যোদ্ধার দুই এতিম সন্তানের চিঠি লিখবে মন্ত্রণালয়ে জানি না।
মহান আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করুক। সোহাগ কে যেন আল্লাহ বেহেস্ত নসিব করে। ঈদ মোবারক বন্ধু। জানি তুই দেখবি না।
গত ২৬ এপ্রিল (মঙ্গলবার) রাত সাড়ে দশটার দিকে এই সড়ক দুর্ঘটনায় রিয়াদের সোলাই, ১৮ নাম্বার ইন্তেকাল করেন। সোহাগ ইকামা সহ সব কাগজ পত্র ঠিক আছে। হয়তো সোহাগ যাবে কিন্তু কফিনে।
২| ০৩ রা মে, ২০২২ সকাল ১১:২৫
বিজন রয় বলেছেন: আহা রে! কি হৃদয় বিদারক।
সমবেদনা রইল তাদের প্রতি।
৩| ০৩ রা মে, ২০২২ বিকাল ৫:৪৫
অক্পটে বলেছেন: কি বলব ভাই ভাষা হারিয়ে ফেলেছি।
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০২২ সকাল ৯:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন।