নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৌশিক মোদক

কৌশিক মোদক › বিস্তারিত পোস্টঃ

সিকিমের উত্তর দিকে—পর্ব ১ ( কোলকাতা থেকে শিলিগুড়ি)

০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:১৫

উত্তর সিকিম আমার খুব প্রিয় জায়গা, কম খরচে কম সময়ে প্রকৃতির অসাধারান রপ নানা ভাবে দেখার দারুন সুযোগ, আমার এই ঘুরে আসার কাহিনী তুলি ধরতে চলেছি ----
২০০৭ সাল দারজিলিং জেলার কালিম্পং মহকুমার লাভা রিশপ বেড়াতে যাচ্ছি, সঙ্গে আমার ছোট ভাই, রিশপ থেকে পূর্ণিমার জ্যোৎস্নায় আলোকিত কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি রেঞ্জ দেখব, শুনেছি কোজাগরীর রাতে কাঞ্চনজঙ্ঘার সেই রুপ দেখা ভাগ্যের ব্যাপার। কোলকাতার কাগজে তখন রোজ দার্জিলিং এর হরতাল, অশান্তির খবর ছাপছে।আবার উত্তর দিনাজ পুরে হাইওয়েতে ব্রিজ ভেঙ্গে রাস্তা বন্ধ আছে, ঠাকুরের নাম নিয়ে এক রকম জোর করেই বেরিয়ে পড়লাম।কিছু না কিছু লীলা তিনি দেখাবেন শুধু এই বিশ্বাস টুকু রেখেছিলাম। ঝাঁ চকচকে রকেট বাস, কোলকাতার ধর্মতলা থেকে ছাড়ে,সন্ধ্যা ৭ টায় বাস ছাড়ল, বাসের সব সিট ভর্তি। কোলকাতা ছেড়ে বারাসাত পেরোতেই, বাংলার গাঁ, গঞ্জ শুরু হয়ে যায়। হাইওয়ের দুপাশে ফসলের ক্ষেত। চাঁদের আলোয় বহুদূর অবধি ছড়িয়ে পড়ছে, সে এবারে কি রুপ নিয়ে আসছে তার মহড়া দিচ্ছে। কৃষ্ণনগরে খাওয়া সারা হল, ঘুমানোর চেষ্টা করেও লাভ হচ্ছে না বাস ও এখন রকেটের মতই ছুটছে, আধ আধ ঘুমে বহরমপুর পেরলাম, ফারাক্কার ব্রিজ ও দেখলাম,তখন রাত প্রায় ২ টা, মালদা ঢুকল রাত তিনটে নাগাদ , এরপর কখন ঘুমিয়ে গেছি জানিনা, হটাত কিছু লোকের হৈচৈ তে ঘুম ভাঙল, ভাবলাম কোন স্টপেজ এসছে... বাস থেকে নেমে দেখি বিরাট জ্যাম লেগেছে...... পুরো ব্যাপার টা বুঝতে বুঝতে বুঝলাম কপালে দুঃখ আছে, আবার দেখা হবে পরের পর্বে সিকিমের উত্তর দিকে—পর্ব ২ ( কোলকাতা থেকে শিলিগুড়ি)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২২

সঞ্জয় নিপু বলেছেন: পড়া শুরু করলাম আপনার সিকিম ভ্রমণ কাহিনী,
আমি ও যেতে চাচ্ছি আর ৩-৪ দিন পর বাংলাদেশ থেকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.