![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজব ঘটনা। আমরা লক্ষাধীন ব্লগার অথচ মাত্র ১২৪ টা লাইক। শাহবাগ মোড়ে আমাদের ভাইয়েরা আমাদের জন্য কষ্ট করছে, আমরা যারা তাদের সাথে দাড়াতে পারছি না, তারা অন্তত একটি লাইক দিয়েও তে সমর্থন জানাতে পারি। লক্ষাধীক লাইকও কিন্তু অনেক বড় আন্দলন। এটাও তো এক ধরনের প্রতিবাদ। অনুগ্রহ করে অন্তত লাইক দিয়ে সমর্থন জানান।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
কাজের কথা বলেছেন: আপনার লিংকটি কাজ করছে না।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
দুরন্ত ছেলে বলেছেন: আজ লাইক এর সময় নাই। ঘরে বসে লাইক দিয়ে দাবি আদায় হবে না। জনগন কে রাজপথে যেতে হবে।
বাংলা মায়ের দামাল ছেলে কে কই আছস শাহবাগ চল
ফাঁসী ছাড়া রায় মানিনা রাস্তাঘাট কর দখল !!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
কাজের কথা বলেছেন: নিজ নিজ অবস্থান থেকে সমর্থন জানানোও এক ধরনের আন্দলন।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
মো: তৌহিদ বলেছেন: সবার পক্ষে শাহবাগ যাওয়া সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে অন্তত পক্ষে লাইক দিয়ে সমর্থন জানানো উচিৎ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
কাজের কথা বলেছেন: আপনার লিখাটা ভাল লেগেছে। অনেক ধন্যবাদ
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
খুব সাধারন একজন বলেছেন: যারা যাশি,
ওদের কানে হৃদয়ের কথা যাবে না।
ওদের কানে একাত্তরে যায়নি।
মানুষকে এইভাবে পশু করা যায়? এইভাবে? হাজার শুকরিয়া, ছেলেবেলায় কোন জামাতির কবলে আটকে যাইনি। পড়েছিলাম। সরাসরি কথা শুরুই হয়েছিল তিনটা মিথ্যা দিয়ে-
১. শিবির কিন্তু জামাতের কেউ না।
২. বাসায় জিগ্যেস করলে বলো নামাজ শিখতে গিয়েছিলাম, মসজিদে বড়ভাইরা নামাজ শিখাচ্ছিল।
৩. বাসায় গিয়ে বলো, পাড়ার ভাইয়ারা ক্লাসে কীভাবে ফার্স্ট হওয়া যায় তা শিখাচ্ছে।
নয় দশ বছর বয়স তো কম না। স্পষ্ট দেখতে পেলাম, যাদের শুরু মিথ্যা দিয়ে, তাদের সবই মিথ্যা।
কিন্তু এই ছেলেগুলোর জন্য কষ্ট হয়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
কাজের কথা বলেছেন: আসলেই এই ছেলেগুলোর জন্য কষ্ট হয়। ওরা জানেও না ওরা কাদের পাল্লায় পড়েছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
আলমগীর_কবির বলেছেন: এই বসন্তে আমরা আপনাদের সাথেই আছি।
Click This Link