নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখাউজ টাইপের

কাজের কথা

কি আর বলব, কথার কথাই এখন আসল কথা

কাজের কথা › বিস্তারিত পোস্টঃ

কোন ব্লগারের রক্ষা নাই! জামাত তাদের সর্বশক্তি দিয়ে ধ্বস ঠেকানোর চেষ্টা করবে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

শেখ মুজিবের মত লোক, যে তার দৃঢ় নেতৃত্বে একটা দেশকে স্বাধীন করতে পারে, অথচ জামাতের মত একটা দলের কিছুই করতে পারে নাই। কিন্তু কোথাকার কিছু ছুচকে পুচকে পোলাপাইন ব্লগার না কি সব নামধারী, জামাত শিবিরকে এই দেশে নিষিদ্ধ করে দেবে? হা হা হা



আসলেই হাস্যকর না! একটা দেশকে কখন আমরা স্বাধীন বলব? সোজা উত্তর " যখন ঐ দেশের স্বাধীনতার বিপক্ষ শক্তিকে অপসারণ করা হয়"।



আমাদের স্বাধীনতার শত্রুরা কি আদতে অপসারিত হয়েছে? তারা এখনও দেশের বৃহৎ ইসলামী দল। তাদের পক্ষে এখন লক্ষ লক্ষ বেজন্মা সাফাই গাইছে, তারা এই দেশেরই রাস্ট্রীয় মর্যাদায় শহীদ স্তৃতি স্তম্ভে গেছে, তারা চাইলেই হরতাল এবং নৈরাজ্য করে এই স্বাধীন দেশকে অচল করে দিতে পারে।



বিগত প্রায় ৪২ বছরে অনেক সরকার এসেছে কিন্তু কেউ তাদের কিছুই করতে পারেনি বরং বার বার তাদের দরবারে হাত পেতেছে ক্ষমতার লোভে। কিন্তু দমন তো দুরের কথা, তাদের শক্তি বৃদ্ধি করেছে শুধু।



অনেক বাঘা বাঘা নেতা-নেত্রী, গামছা বাহিনী, বালটি বাহিনী এবং তাদের অনেক দুঃধর্ষ সাহসী ইতিহাস, সেক্টর কমান্ডার গুষ্টি আরও কত গুষ্টির গল্প শুনেছিলাম, অথচ শুধুই তোষণ এবং পোষন . . .।



আজ ৪২ বছর পর কোথাকার কোন ফালতু পোলাপাইন, ব্লগার না ফ্লগার, যারা ক্র্যাক পার্টি দিনরাত ইন্টারনেট এ আউল-ফাইল গুতাগুটি করে আর পেপার পত্রিকা পড়ে হুদাই ফালাফালি করে; তারা জামায়াত শিবীর এর মত মহাশক্তিধর একটা দলকে নাস্তানাবুদ করে ফেলবে? এইডা একটা কথা হইল? এটা কি সহ্য করার মত? এরা কারা? কিসের এত শক্তি এদের? এদের ক্ষমতার উৎস কি?



এই ব্লগারদের জন্য তাদের অর্ধশত বছরের সাজানো সাম্রাজ্য ধ্বংস হতে চলেছে, তাদের মহান হুজুরগণদের ফাসি দেওয়া হবে, শুধু তাই না, তাদের প্রানপ্রিয় কবচ্ রাজকীয় দলকে নিষদ্ধ করার একটা বড় সম্ভাবনা দেখা দিয়েছে। এই নেতারা যদি না থাকে, এই দল যদি না থাকে, তবে তো তাদের বেচে থাকা সম্ভব না। তাই মরতে যদি হয়ই এই সব ব্লগারকে মেরেই তারা মরবে। এদের কারও রক্ষা হবে না। যে কোন মুল্যে এদের শেষ করতে হবে, প্রয়োজনে প্রান দেবে তবুও এদের শেষ করেই ছাড়বে তারা।



জামাত ইসলামীর প্রত্যেকটা সদস্য আমাদের পর্বপুরুষদের কাপুরুষ বা স্বার্থপর না যে স্বাধীনতার বিপক্ষ অবস্থান, ধর্ষন হত্যা লুন্ঠন সব মাফ করে নিজের আখের গোছানোর জন্য দেশের শত্রুর সঙ্গে রতি লীলা করবে, জামাত ইসলামীর প্রতিটা সদস্য তাদের সর্বশক্তি দিয়ে এই ধ্বস ঠ্যাকানোর চেষ্টা করবে।



আমি একজন গর্বিত ব্লগার বলছি, ওরা ৭১ থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের মারছে, অনেক মেরেছে, আরও মারবে, মারতে থাকুক। দেখি ওরা কত মারতে পারে। ওদের ভয়ে কোন ব্লগার ভীত হবে না, লেখালেখি বন্ধ করবে না। বরং আরও বেশী উদ্যোমে লেখালেখী চলবে।



"তোরা যে যাই বলিস ভাই, আমার সত্যিকারের সোনার বাংলা চাই"

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

ফারহান ফারদিন বলেছেন: স্ববিরোধী প্যাঁচাল। কেমন কেমন যেন সন্দেহ লাগতাছে। /:) /:) /:) /:)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

কাজের কথা বলেছেন: একটু ভাল করে দেখুন। আমি জামায়াতের সাম্ভাব্য পদক্ষেপ পর্যালচনা করার চেষ্টা করেছি।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

সমকালের গান বলেছেন: ৪২ বছরে অনেক কিছুই হয়নি যা এবার হয়েছে। তেমনি এবার সব রাজাকারদের ফাঁসি ও জামাত শিবির নিষিদ্ধ হবেই হবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

কাজের কথা বলেছেন: অবশ্যই হবে। হতেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.