নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মগজহীন

মগজহীন › বিস্তারিত পোস্টঃ

আমি কি নাস্তিক , জানাবেন প্লিজ

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫

সম্ভবত ৮ ফেব্রুয়ারী আমি প্রথম শাহবাগে যাই। রাত পর্যন্ত ছিলাম সেই জনস্রোতে নিজেকে আবিস্কার করি একজন সৈনিক হিসেবে, যে গিয়েছে জাতিকে হায়েনা মুক্ত করতে, অশম্ভব ভাল লাগা কাজ করে নিজের মধ্যে। দেখেছিলাম মায়ের মনে আশংকা আর প্রিয়তমার মনে ভয়। বলতে গেলে কন জন সমাগম এ অই ছিল আমার প্রথম যাওয়া, আশ্চর্য ব্যাপার আমার মুক্তিযোদ্ধা বাবা আমাকে একটি বারও মানা করলেন না, আমি ভেবেছিলাম তিনি করবেন।



একজন ধর্ম ভিরু মুসলিম হিসেবে মসজিদ আমার প্রিয় একটি স্থান, ক্লাস ৫ এর পর আমার বাবা-মা কে কখনই আমাকে বলতে হয়নি নামাজ পড়। নিজেই তা বেছে নিয়ে ছিলাম । যাই হোক, মনে প্রানে দেশকে ভালোবাসি তাই শিবির র তার পিতা জামাত আর আদি পিতা পাক জামাত কে ঘৃণা ছাড়া আর কিছুই আমার মধ্যে আসে না । ১৬ তারিখ রাজিব নিহত হবার আগে তাকে আমি চিনতাম না, টিভি তে মারা যাওয়ার খবর শুনে খুবি খারাপ লাগল । তভ থেকে ফেবু তে আসলাম, খুজলাম রাজিব হায়দার নামের অ্যাকাউন্ট টা, পেলাম, পাবলিক করা ছিল, কিছু জিনিস পড়লাম, বুঝলাম জামাত কান একে বেছে নিল, আমার ফেবু তে কয়েকজন নাস্তিক ফ্রেন্ড আছে তাই তার ফেবু দেখে তামন বিচলিত হলাম না। বিচলিত হলাম যখন তার আমার ব্লগ আর ওয়ার্ডপ্রেস আইডি এর লেখা পড়লাম, শুধু বিচলিত না তীব্র ভাবে ক্ষুব্ধও হলাম সেইশব জঘন্য লেখা পড়ে। পাশবিক মনের মানুষ ছাড়া এসব লেখা সম্ভব না, পড়ে অনেক তর্ক বিতর্ক হল সারা দেশে লেখা গুলো তার না। মেনে নিলাম ওয়ার্ডপ্রেস এর লেখা গুল হয়ত ফেইক, কিন্তু আমার ব্লগ এ সে সাড়ে তিন বছর ধরে লিখত সেটাও ফেইক???? তার ফেবু স্ট্যাটাস গুলো ও ফেইক???? একজন স্বঘোষিত নাস্তিক কে আস্তিক প্রমান করার জন্য অনেকে উঠে পড়ে লাগল। কষ্ট পেয়েছিলাম। কিন্তু তবুও জামাত শিবির যেই ঘোলা জল তৈরি করলো তাতে নিজেকে ডুবাইনি। সমর্থন করে গেলাম গন জাগরণ মঞ্চ কে। নিরব সমর্থন।



শুরু হল হেফাজাতে ইসলাম পর্ব, আল্লামা সফি হুজুর অনেক বড় মাপের মানুষ। তার খ্যাতি উপমহাদেশময়। তাকে সামনে রেখে শুরু হল আন্দোলন, নাস্তিক ব্লগার দের ফাসির আন্দোলন, নির্দিষ্ট করে শাহবাগের নাস্তিক ব্লগারদের ফাসির আন্দোলন, তার মানে কি অন্য জায়গার নাস্তিক দের ফাসি না দিলেও হবে??? শুধু শাহবাগের নাস্তিকদেরি ফাসি লাগবে??? বলা হল শাহবাগের শবাই নাস্তিক!!!! মানে আমিও!!! আমার আল্লাহ এর প্রতি বিশ্বাস কে একজন তার কথায় মিথ্যা বানায় দিবে??? এটা কন আয়াতে কন হাদিসে আছে আমার জানা নাই। আত বছর এই জঘন্য নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন কেন হয় নাই??? কেন জামাতের দাবি নিয়ে হেফাজাত কে আন্দোলন করতে হবে???? কেন আল্লামা শফি সাহেব আজিবন যেই জামাত কে ইসলাম অবমাননাকারি বলেছেন তার আন্দলনে জামাত নিশিদ্ধের দাবি থাকবে না???? আমি চাই না রাজিব বা আসিফ মহিউদ্দিনের মত কেউ র ইসলাম কে নিয়ে বাজে কথা বলুক, আমি এও চাই না কেউ ইসলাম কে বাবসার উপকরন বানাক..। আমি তাই আজ শাহবাগ ক সমর্থন করি, শাহবাগ এ গেলে পাব্লিক লাইব্রেরি মসজিদ এ নামাজ পরি, তবুও আমি কি নাস্তিক ???? দেশকে ভাল বেশে কেউ নাস্তিক হয়????



প্রকৃত নাস্তিকদের বিছার চাই, আর কোন থাবা বাবা নামক কুকুর দেখতে আমিও চাই না,



ধৈর্য নিয়ে পড়ার জন্য ধন্যবাদ.।।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০

লীনা জািম্বল বলেছেন: নিজের উত্তর নিজে দিলেই ভাল ------

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মগজহীন বলেছেন: আজকাল কি আর নিজের উত্তর নিজে দেওয়ার উপায় আছে?? :)

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১

ফ্রিঞ্জ বলেছেন: খালেদা জিয়ার কাছ থেকে সার্টিফিকেট নিয়া আসেন। নাইলে যতই নামাজ পড়েন কোন লাভ নাই।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪

আস্তবাবা বলেছেন: আপনার লিখার স্পিরিটের সাথে একমত।

কিন্তু ইসলাম অবমাননার প্রতিবাদ করতে হলে জামাতকে ব্যান করার দাবি আনতে হবে?
গনজাগরন মঞ্চ কি হলমার্ক, শেয়ারমার্কে দূর্নীতির বিষোয় এনেছিল?

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

মগজহীন বলেছেন: হেফাজাতে ইসলামের দাবি ১৩ খানা তাই একটা বেশি চাইসি, আর আল্লামা শফি সাহেব আজিবন যেই জামাত কে ইসলাম অবমাননাকারি বলেছেন তার আন্দলনে জামাত নিশিদ্ধের দাবি থাকবে না???? তিনি মউদুদি বাদকে সরাসরি ইসলামের বিরুদ্ধে বলেছেন, তাই কাদিয়ানিদের বিরুদ্ধে দাঁড়ালে জামাতের বিরুদ্ধে নয় কেন???

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭

সিরাজুলইসলাম বলেছেন: সব কিছু সহজ ভাবেই বুঝা ভাল আমিও সাহাবাগ গেছি কিন্ত কখনই আমাকে আমি প্রশ্ন করিনি আমি কি নাস্তিক ? দুকিয়ায় সবচেয়ে বড় আদালত কিজের বিবেক । বিবেক কে যে প্রশ্ন করে উত্তর পায়না সেই তো সবচেয়ে বড় নির্বোধ !

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

মগজহীন বলেছেন: সত্যি কথা, এই দেশে যা দেখতেসি আশলেই নির্বোধ হয়ে গেসি

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

সিরাজুলইসলাম বলেছেন: ফ্রিঞ্জ বলেছেন: খালেদা জিয়ার কাছ থেকে সার্টিফিকেট নিয়া আসেন। নাইলে যতই নামাজ পড়েন কোন লাভ নাই।

খুবই খারাপ কথা বলিয়াছেন ক্ষমা চাওয়া উচিৎ

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১০

মগজহীন বলেছেন: ফ্রিঞ্জ এর কি দোষ বলুন???? যা দেখেছেন তাই বলেছেন

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

অন্য পুরুষ বলেছেন:
je moncho Rajiber moto kulangar re shahid bole, Asifer moto kuttar bachchare hero banay, sei moncher ki r grohon joggota thake??



প্রকৃত নাস্তিকদের বিছার চাই, আর কোন থাবা বাবা নামক কুকুর দেখতে আমিও চাই না.

গনজাগরন মঞ্চ কি হলমার্ক, শেয়ারমার্কে দূর্নীতির বিষোয় এনেছিল?

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

মগজহীন বলেছেন: নাহ, গণজাগরন মঞ্চের ১০ ট্রাক অস্র এর বেপারতাও আনা উচিত ছিল, তাই না???

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪

টাইলুং বলেছেন: দেশকে ভাল বেশে কেউ নাস্তিক হয়????

কোটি টাকার প্রশ্ন।

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মগজহীন বলেছেন: শাহবাগ কে সমর্থন করে অনেকে অনেকের কাসে হইসে

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

প্রল্ল্যেখ বলেছেন: সহজ হিসাব, আপনি যদি ওইসব নাস্তিকদের বিচারের বিরোধি, তবে আপনাকে নিয়ে বিরাট সন্দেহ আছে। আর যদি কোনরকম ভনিতা ছাড়াই আপনি ওইসব নাস্তিকদের বিচারের পক্ষপাতি, তাইলে শাহবাগ আন্দোলনের সাথে থাকার পরেও আপনি নাস্তিক নন। যেহেতু এখন শাহবাগিরা এইসব নাস্তিকদের পক্ষে কাজ করছে, সুতরাং শাহবাগ নিয়ে আমার এই মুহূর্তে দ্বিধায় আছি।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১

নন্দনপুরী বলেছেন: হে আল্লাহ.......তুমি জামাত শিবির ও কিছু নাস্তিক ব্লগারের হাত থেকে দেশ ও ইসলামকে রক্ষা কর

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

মগজহীন বলেছেন: আমীন.।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

প্যারাসিটামল বলেছেন: পোস্ট এ যুক্তি আছে। তবে আমাদের কাছে জানতে চান কেনো। আমরা নাস্তিক. বললেই কি আপনি নাস্তিক হয়ে যাবেন? অথবা আমরা যদি আস্তিক বলি তাহলেই কি আপনি আস্তিক হয়ে যাবেন? আপনি যেটা সেটাই থাকবেন। আপনার পোস্ট এর আসল উদ্দেশ্য শাহবাগীদের পক্ষে জনমত গড়ে তোলা। লাভ নাই ভাই সব গেছে।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

মগজহীন বলেছেন: "আমরা নাস্তিক. বললেই কি আপনি নাস্তিক হয়ে যাবেন?"

আসলেই, যারা যেখানে সেখানে যারে তারে নাস্তিক বলে তাদের মধ্যে এই উপলব্ধি কেন জ আসে না.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.