| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক পিঁপড়া
মাঝে-মধ্যে আগুনের মত সুন্দর কিছু ব্যাথায় আহত, তবু বেঁচে থাকি সোনালি স্বপ্ন বুঁনে।
বাংলা গান শুনেন নিয়মিত এমন শ্রোতাদের কাছে অনুপম রায় একজন অনবদ্য গায়কের নাম। অনুপমের সাথে সকলের পরিচয় হয় আসলে অটোগ্রাফ সিনেমাতে গানের মাধ্যমে। কিন্তু এর অনেক এগে থেকেই গান গেয়ে চলেন এই যুবক। আনুষ্টানিক প্রথম এলবাম ছিল-দুরবীনে চোখ রাখব না।
এরপর চলে সিনেমার জন্য গান করার ব্যাস্ততা আর নিজের দ্বিতীয় এলবামের কাজ। অনেক খুজেন দ্বিতীয় এলবামের নাম নিয়ে। অবশেষে নাম ঠিক করেন- দ্বিতীয় পুরুষ।
অনেকেই অনুপমের শুধু সিনেমার গানগুলোই শুনেছেন। একক এলবামের গান অনেকে খুজেছেন।সবগুলো একসাথে খুজে পাননি,কিংবা ডাউনলোড করার তেমন ভাল সাইট খুজে নিতে সক্ষ্যম হন নি। আমার অনেক বন্ধু আমাকে ফোন করে বলল অনুপমের নতুন এলবাম পাবে কোথায়। তাই ভাবলাম সবার জন্য লিংক টা দিই।
দুরবীনে চোখ রাখব না
দ্বিতীয় পুরুষ
যারা অনুপমের গান এখনো শুনেননি তারাও শুনে দেখতে পারেন। আশাকরি সবার ভাল লাগবে।
আমি আবার অনুপমের গান খুব বেশি শুনি,তাই বলতে পারি- গানের কথা এবং সুর অসাধারন। ভাল না লাগলে পোস্টে মাইনাস দিয়ে যান।
সবাই ভাল থাকবেন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: পেয়ে গেছেন। এবার শুনতে থাকুন।
ভাল থাকবেন।
২|
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩
htusar বলেছেন: ভাল লাগলো ভাই ।
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: ধন্যবাদ তুষার। ![]()
৩|
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩
htusar বলেছেন: ভাল লাগলো ভাই ।
৪|
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
shfikul বলেছেন: +++
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: ধইন্যা,ধইন্যা।
আশাকরি ভাল থাকবেন।
৫|
০৯ ই মে, ২০১৩ ভোর ৪:৩৩
খেয়া ঘাট বলেছেন: অনুপমের প্রথম গান শুনেছি" আমাকে আমার মতো থাকতে দাও"
যেমন গানের কথা, তেমন গানের সুর ঠিক তেমন দরদ ভরা কন্ঠ।
এই গানটি শোনার ত্বষ্না এখনো অবধি মিটলো না, কতবার যে শুনেছি।
০৯ ই মে, ২০১৩ ভোর ৪:৩৭
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: বর্তমান বাংলা গানের ট্রেন্ড আসলে অনুপম ট্রেন্ড চলছে। ওপার বাংলায় দুইটা বাংলা গানের বোম আছে প্রথমটা অনুপম আর দ্বিতীয়টা হচ্ছে কাজী নজরুলের নাতি রুপম ইসলাম। গানের তৃষ্ণা ধরে রাখার অসম্ভব মেধা নিয়ে এই দুজনের জন্ম। কিভাবে মিটে বলেন। তৃষ্ণা চলমান ব্যাপার। চলতেই থাকবে!! ![]()
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১২
সাইফ হাসনাত বলেছেন: মনে মনে খুজছিলাম...