![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
.
ঘুণপোকায় আমার স্বপ্ন খায়
চোখ যায় আমার চোখ যায়!
বুনো-শালিকের বনে
দেখো, কে যেনো ঐখানে;
ঐখানে আজও ডাকে
বুনো-শালিকের ঝাঁকে
স্বপ্নেরা করে ফেরি
দুয়ারে স্বর্গপরী_
চোখ যায় আমার চোখ যায়!
.
পথে করি লুকোচুরি
সাজে ডাকে এক নারী_
কত করে তারে বলেছি সেবার
ডেকো না পিছু, যাক! যে যাবার।
©somewhere in net ltd.