নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যৌবনে একবার এক স্বপ্নবালিকার প্রেমে পড়ি; এখনো পড়ি_ অথচ সে প্রেম এ প্রেমে যত তফাৎ! তবুও তো একবার কিংবা প্রেমে পড়ি বারবার। প্রেমে পড়ি, রোজ কল্পনার সেই মানসীর;প্রেমে পড়তেই আমাকে করেছে ছন্নছাড়া কিংবা ভবঘুরে এক কবি!:___আবু রায়হান মিসবাহ্

আগন্তুক কবি

মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।

আগন্তুক কবি › বিস্তারিত পোস্টঃ

পিছু যেনো কেউ ডাকে হায় // আবু রায়হান মিসবাহ .

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:২১

অধরা প্রিয়তমা,
কি হারালাম আর কি বা পেলাম হিসেবে গোলমাল!
যা হারিয়ে যা পেয়েছি- বলো কমই বা কি পেলাম?
শতাব্দির এই পথ চলা পিছু যেনো কেউ ডাকে হায়
এসো না কাছে, ডেকো না প্রিয় আমার যাবার বেলায়।
.
রাত ভর আজো ডাকে হাতছানি দিয়ে- একা দাঁড়িয়ে
জানি, ওপাশে হয়ত কেউ আছে এখনো হাত বাড়িয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.