![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
পথের মাঝে যাই খুঁজে পথ- পথ হারিয়ে তাতে
আজকে কেউ সঙ্গী হোক- মন খারাপের রাতে,
বিষণ্ণ রাত ডাকতে চাঁদ
দীর্ঘ এ পথ সুদূর প্রভাত
সন্ধ্যে হলে সাজের কনে মুখ লুকিয়ে ডাকে;
হয়ত ঢের ডাকছে ঠাই উদাস পথের বাঁকে।
.
আজকে আমার মন ভাল নেই- মন ভাল নেই তাঁর!
হাত বাড়িয়ে ডাকছে যেনো বাউণ্ডুলে স্বপ্ন আমার;
আজকে কেউ সঙ্গী হোক- সঙ্গী হয়ে তব
ঘেঁটে ঘুটে মেঘ কিনেছি- কিংবা মেঘ হবো।
©somewhere in net ltd.