![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
নেশার ঘোরে পা বাড়ালাম চোখের নিচে ছায়া
হাঁটি হাঁটি করে যখন নামলো হিমেল হাওয়া।
অমনি মনে দিতেই দোলা স্মৃতির তরীতে
ঘাটে তখন নায়র ছিলাম সুখের অতীতে।
সেতো ছিলো সাজের কথা তারপরে কি হলো!
বলো শুনি, কখন সেথায় সন্ধ্যা নেমে ছিলো?
ও কবি, সে খেয়া ভাসলো কখন ভর নদীতে
কবি, সাজের কেয়া সঙ্গী হলো কখন থেকে?
এমনি আরো প্রশ্ন বাড়ো মান-অভিমান যত
প্রশ্ন যেনো এমন শুনায় তেতুল কেনো তেতো!
শর্ষে যেমন চোখের কাটা চোখে চড়াগগাছ
পোলা আমি বালা কি না; শাকে ডাকি মাছ।
©somewhere in net ltd.