![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
সোনালি ধানের শীষে
ঝিকিমিকি রোদ মিশে;
দেয় সে নতুনের ডাক
বাজে কিশোরীর শাখ!
.
ফুলে ফুলে সাজে এ ধরা
গেঁথেছি আজ সুর- ছড়া।
হেসেছে ধানশালিকের দল
সেজে শস্য-শ্যামলা ধরাতল।
.
জেগেছে ঐ আজ যত পত্র-পল্লব
ওরা বলে, শীত শেষে হবে উৎসব।
ওরা বলে- আজ দিন এসেছে বাজে নতুনের জয়ধ্বনি
হয়ত সে কিংবা দুয়ারে তোমার দাঁড়িয়ে আছে আগমনী।
©somewhere in net ltd.