![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
অধরা প্রিয়তমা,
কি হারালাম আর কি বা পেলাম হিসেবে গোলমাল!
যা হারিয়ে যা পেয়েছি- বলো কমই বা কি পেলাম?
শতাব্দির এই পথ চলা পিছু যেনো কেউ ডাকে হায়
এসো না কাছে, ডেকো না প্রিয় আমার যাবার বেলায়।
.
রাত ভর আজো ডাকে হাতছানি দিয়ে- একা দাঁড়িয়ে
জানি, ওপাশে হয়ত কেউ আছে এখনো হাত বাড়িয়ে।
©somewhere in net ltd.