![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
রমণীর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতে ইচ্ছে করে
কাছে টানি ফুলদানি হৃদয় দিয়ে আপনারে।
ভালোবাসি তারে প্রিয় কোনো মন্দিরে মন যেনো দিতে আজ
ডাকে পাখি সুরেলা মেঘ এসে এবেলা চোখে তাঁর পড়ে ভাঁজ।
ওরা বলে, আজ বসন্ত_ গত হয়ে গেছে কোকিলের সুর
এক হেমন্তে_ বালিকারা এসে কাছে মিলে যায় তত দূর।
চিরচেনা পথে বেহুলার হাতে মন সপে এক লখিন্দর
শিব পূজে ওরা শত দেবতারা ঘর ছেড়ে হয় যাযাবর।
©somewhere in net ltd.