![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
মিথ্যে তারে দোষী!
ঔরস ছিলো এক ধর্ম কোটি শতেক শোন সাধু সন্যাসী
মিথ্যে নরক! পাড়ি দিতে পুলসিরাত পূন্যে সাজাই পশর;
ও পাড়ায় শুনি বলে ঋষি-ধ্যানী দু'পয়সাতে কিনে ঈশ্বর!
প্রণামে তাঁর অন্তরে জপি আর ভূখায় মেরেছে পিষে
এক পেটে তাই পেটে পড়ে নাই ধিক্কার দিন শেষে।
বলো ধনীরাই মানুষ ধর্ম কর্মে ধ্যানী-ঋষি পাতে আড়ি
সিন্নি জুটলে মোল্লার পেটে নামায় ডেকে গলা করি।
ব্রক্ষা, বিষ্ণু, শিব ওরা তিন দেবতারা এক ধর্মে
মাথা চড়া দেয় দস্যুরা কোটি দেবতার পয়গমে।
জাতি জ্ঞাতি বিভাজনে শত মতে আজ ভুলি পথ
ধর্ম নয় ধার্মিক নই মানুষ সবাই এই হোক শপথ
©somewhere in net ltd.